shono
Advertisement

Breaking News

UEFA EURO 2024

কে জিততে পারে ইউরো? কী রায় দিলেন বিশ্বফুটবলের পণ্ডিতরা?

২৪ দলের লড়াইয়ে শেষ হাসি কার জন্য তোলা থাকবে?
Published By: Krishanu MazumderPosted: 12:22 PM Jun 14, 2024Updated: 02:31 PM Jun 14, 2024

রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে ইউরো (UEFA EURO 2024)। ফুটবল বিশেষজ্ঞরা কোন টিমকে চ‌্যাম্পিয়নের দাবিদার হিসাবে দেখছেন? নীচে তুলে দেওয়া হল।

Advertisement

হোসে মোরিনহো
আসন্ন ইউরো জয়ের ব‌্যাপারে বিশ্বফুটবলের বরেণ‌্য কোচ জোস মোরিনহো পর্তুগালকেই ফেভারিট ধরছেন। তাঁর আরও মনে হচ্ছে, ইউরোতে প্রবল ভুগবে ইতালি। যারা কি না গত ইউরোয় চ‌্যাম্পিয়ন। এক সাক্ষাৎকারে মোরিনহো বলে দিয়েছেন, ‘‘আমার মতে, পর্তুগাল ইউরো জয়ের ক্ষেত্রে এক নম্বর ফেভারিট। দু’নম্বরে ইংল‌্যান্ড। তৃতীয় ফেভারিট ফ্রান্স। তার পর যথাক্রমে জার্মানি আর স্পেন। ইতালি পারবে না ট্রফি ধরে রাখতে। ওদের টিমে তেমন প্রতিভা নেই।’’

[আরও পড়ুন: বায়ুসেনার বিমানে দেশে ফিরছে কুয়েতে অগ্নিদগ্ধ ৪৫ ভারতীয়র দেহ, রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীও


লুকা টোনি
প্রাক্তন ইতালি ফুটবলার মনে করেন, তাঁর দেশের ইউরো জয়ের এবার তেমন সম্ভাবনা নেই। টোনি বলেছেন, ‘‌‘ইউরো জয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ফ্রান্স। তার পর যথাক্রমে ইংল‌্যান্ড ও জার্মানি থাকবে ইতালির সম্ভাবনা তেমন দেখছি না।’’
ওয়েন রুনি
মোরিনহোর সঙ্গে সহমত ইংল‌্যান্ডের প্রাক্তন ফুটবলার ওয়েন রুনিও। যিনি বর্তমানে কোচিং করেন। রুনির মতে, ইউরো জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় দাবিদার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ‘‘পর্তুগালের টিমটা খুব ভালো। টুর্নামেন্ট জয়ের ক্ষেত্রে ওরা ভালো রকম ফেভারিট।’’

রিও ফার্দিনান্দ
আসন্ন ইউরোয় প্রাক্তন ইংল‌্যান্ড ডিফেন্ডার রিও ফার্দিনান্দের বাজি তাঁর নিজের দেশ। তিনি বলেছেন, ‘‘আমার মতে, ইউরো জয়ের সেরা দাবিদার দু’টো দেশ। ইংল‌্যান্ড আর ফ্রান্স। জার্মানিও লম্বা যাবে বলে আমার বিশ্বাস। কারণ ওদের দেশেই এবার টুর্নামেন্ট।’’

অ‌্যালান শিয়ারার
অতীতের বিখ‌্যাত ইংল‌্যান্ড প্লেয়ারের মতে, এবারের ইউরো ইংল‌্যান্ডের। তিনি বলেছেন, ‘‘এবারই ইংল‌্যান্ডের ইউরো জেতার সেরা সুযোগ। ইংল‌্যান্ড যদি কোনও ভাবে না পারে, তা হলে আমি বলব ইউরো জিতবে ফ্রান্স। ওদের টিমে যা প্রতিভা আর অভিজ্ঞতা রয়েছে, তাতে ওদের হারানো খুবই কঠিন হবে।’’

[আরও পড়ুন: ফের আমজনতার পকেটে টান, অনেক বাড়তে পারে এটিএম ব্যবহারের খরচ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে ইউরো।
  • ফুটবল বিশেষজ্ঞরা কোন টিমকে চ‌্যাম্পিয়নের দাবিদার হিসাবে দেখছেন?
  • দেখে নিন একনজরে।
Advertisement