সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চূড়ান্ত হয়ে গেল সুপার কাপের নকআউট পর্বের দিনক্ষণ। তবে সুপার কাপের সেমিফাইনালে কোন চার দল খেলবে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, সুপার কাপের সূচি ঘোষণার সময়ে নকআউট পর্বের দিনক্ষণ বা ভেন্যু কোনওটাই জানানো হয়নি। তবে একমাস বিরতির পর সুপার কাপের নকআউট পর্বে খেলতে নামবে চার দল।
দিনকয়েক আগেই মোহনবাগানের সঙ্গে ড্র করে সুপার কাপের সেমিফাইনালে উঠে গিয়েছে ইস্টবেঙ্গল। একই গ্রুপে ছিল কলকাতার দুই প্রধান। ডার্বিতে নামার আগে দুই দলের পয়েন্টও সমান ছিল। কিন্তু ডার্বি গোলশূন্য ড্র হয়। গোলপার্থক্যে এগিয়ে থাকার নিরিখে সেমিফাইনালে জায়গা করে নেয় লাল-হলুদ ব্রিগেড। এবার তারা নামবে সেমিফাইনালের যুদ্ধে। ইস্টবেঙ্গল ছাড়াও শেষ চারে জায়গা করে নিয়েছিল এফসি গোয়া।
অন্যদিকে, গ্রুপ সি'তে অঘটন ঘটিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাঞ্জাব এফসি। পেনাল্টি শুটআউটে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে ছিটকে দিয়ে তারা চলে গিয়েছে শেষ চারে। সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে পাঞ্জাব। পাশাপাশি, সেমিফাইনালের খুব কাছে পৌঁছে গিয়েছে কেরালা ব্লাস্টার্স। আগামীকাল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে তাদের ম্যাচ রয়েছে। ওই ম্যাচে জিতলেও মুম্বই সেমিফাইনালে উঠতে পারবে না, যদি না তারা তিন গোলের ব্যবধানে জেতে। আবার রাজস্থান ইউনাইটেড যদি পাঁচ গোলের ব্যবধানে এসসি দিল্লিকে হারিয়ে দেয় তাহলে রাজস্থান যাবে সেমিফাইনালে।
সুপার কাপের দু'টি সেমিফাইনাল খেলা হবে আগামী ৪ ডিসেম্বর, ফতোরদা স্টেডিয়ামে। বিকেল সাড়ে চারটেয় মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-পাঞ্জাব। সন্ধে সাড়ে সাতটায় গোয়ার বিরুদ্ধে খেলবে গ্রুপ ডি থেকে কোয়ালিফাই করা দল। সুপার কাপের ফাইনাল হবে ৭ ডিসেম্বর, ফতোরদা স্টেডিয়ামেই।
