সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫ অক্টোবর থেকে গোয়ায় শুরু হতে চলেছে সুপার কাপ। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। প্রথম দিনেই মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান। গ্রুপ এ-তে কলকাতার দুই প্রধানের সঙ্গে রয়েছে চেন্নাইয়িন এফসি এবং ডেম্পো। প্রশ্ন হল, সরাসরি কোথায় দেখা যাবে সুপার কাপের ম্যাচ?
জানা গিয়েছে, সুপার কাপের যে ম্যাচগুলি ফাতোরদা স্টেডিয়ামে রয়েছে, তা সরাসরি সম্প্রচারিত হবে জিওহটস্টার এবং স্টার স্পোর্টসে। ফতোরদা ছাড়াও গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামেও আয়োজিত হবে এই টুর্নামেন্টের খেলা। সেই ম্যাচগুলিও সরাসরি সম্প্রচারিত হবে। তবে কোন প্ল্যাটফর্মে ম্যাচগুলি দেখা যাবে, তা এখনও চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, বাম্বোলিম স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের দু'টি ম্যাচ রয়েছে। তাই লাল-হলুদের ম্যাচগুলি কোথায় সম্প্রচারিত হবে, তা নিয়ে সমর্থকদের প্রশ্ন রয়েছে।
উল্লেখ্য, মোহনবাগানের প্রথম ম্যাচ ২৫ অক্টোবর। প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি'র বিরুদ্ধে সন্ধে সাড়ে ৭টায় কিক অফ। এরপর ২৮ অক্টোবর ডেম্পো এফসি'র মুখোমুখি হতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। ৩১ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিপক্ষে নামতে চলেছে মোহনবাগান। অন্যদিকে, ইস্টবেঙ্গলেরও প্রথম ম্যাচ ২৫ অক্টোবর। প্রতিপক্ষ ডেম্পো। খেলা শুরু বিকেল সাড়ে ৪টে নাগাদ। ২৮ তারিখ লাল-হলুদের মুখোমুখি চেন্নাইয়িন।
উল্লেখ্য, মাস খানেক আগে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, আইএসএলের আগেই সুপার কাপ হবে। সেই মতোই সুপার কাপ শুরু হতে চলেছে শনিবার। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই গোয়া চলে গিয়েছে। ছুটি কাটিয়ে সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। ডুরান্ড কাপের পর দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় ফুটবলারদের ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি ছিল বলে জানিয়ে ছিলেন মোহনবাগান কোচ। আপাতত শিল্ডের তিনটি ম্যাচ সেই ঘাটতির কিছুটা মেটাতে পেরেছে বলেই মনে করছে ফুটবলমহল।
