shono
Advertisement
India Women's Football Team

ঘোষিত মহিলা এশিয়ান কাপের বাছাই পর্বের ড্র, কোন গ্রুপে ভারত? প্রতিপক্ষ কারা?

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারতীয় মহিলা দল ৬৯ নম্বরে।
Published By: Prasenjit DuttaPosted: 06:54 PM Mar 27, 2025Updated: 06:54 PM Mar 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালে রয়েছে এএফসি মহিলা এশিয়ান কাপ। ১ থেকে ২৬ মার্চ অস্ট্রেলিয়ার তিনটি শহরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তার আগে রয়েছে এই পর্বের বাছাই পর্ব। ভারতীয় মহিলা ফুটবল দল তাতে অংশগ্রহণ করবে। এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাই পর্বে কোন গ্রুপে রয়েছে ভারত? জানা গেল বৃহস্পতিবার।

Advertisement

কুয়ালা লামপুরের এএফসি হাউসে অনুষ্ঠিত হয় মহিলা এশিয়ান কাপের ড্র। সেখানে ভারত রয়েছে বি গ্রুপে। ভারত ছাড়াও এই গ্রুপে রয়েছে থাইল্যান্ড, মঙ্গোলিয়া, পূর্ব তিমুর এবং ইরাক। সুতরাং ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে শক্তিশালী থাইল্যান্ড। তাদের ফিফা র‍্যাঙ্কিং ৪৭। অন্যদিকে, ভারতের র‍্যাঙ্কিং ৬৯। তাই ভারতের কাছে মূলপর্বে যাওয়া মোটেও সহজ হবে না।


3️⃣4️⃣ sides will battle it out in the Qualifiers to secure 8️⃣ remaining #WAC2026 tickets!

June 23 - July 5 pic.twitter.com/wJqPJUapfa

— #AsianQualifiers (@afcasiancup) March 27, 2025

থাইল্যান্ডে ২৩ জুন থেকে ৫ জুলাই চলবে এই প্রতিযোগিতা। একক রাউন্ড-রবিন পদ্ধতিতে হবে খেলা। গ্রুপের বিজয়ীরা মূলপর্বে পৌঁছবে। উল্লেখ্য, ২০২২ সালের এএফসি মহিলা এশিয়ান কাপ আয়োজিত হয়েছিল ভারতে। চ্যাম্পিয়ন হয় চিন। দক্ষিণ কোরিয়াকে তারা ৩-২ গোলে হারায়। তৃতীয় স্থান অর্জন করেছিল জাপান।

সিডনি, পার্থ এবং গোল্ড কোস্ট - এই ভেন্যুতে হবে এএফসি মহিলা এশিয়ান কাপ। এই প্রতিযোগিতায় শীর্ষ ছয় দল ২০২৭ সালের ফিফা মহিলা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে। ব্রাজিলে বসতে চলেছে মহিলাদের ফুটবল মহাযুদ্ধের আসর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুয়ালা লামপুরের এএফসি হাউসে অনুষ্ঠিত হয় মহিলা এশিয়ান কাপের ড্র।
  • সেখানে ভারত রয়েছে বি গ্রুপে।
  • ভারত ছাড়াও এই গ্রুপে রয়েছে থাইল্যান্ড, মঙ্গোলিয়া, পূর্ব তিমুর এবং ইরাক।
Advertisement