সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়লেন ইয়োহান বেঞ্জামিন। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের এই ফুটবলার প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে উয়েফা ইউথ লিগে খেললেন। পর্তুগালের এফসি পোর্তোর বিরুদ্ধে হোম ম্যাচে স্লোভেনিয়ার এনকে ব্র্যাভোর হয়ে মাঠে নামলেন মুম্বইয়ের বেঞ্জামিন।
বুধবার প্রথম একাদশে ছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ৭৯ মিনিট পর্যন্ত মাঠেও ছিলেন বেঞ্জামিন। যদিও ০-৪ গোলে পরাস্ত হয়েছে তাঁর দল এনকে ব্র্যাভো। ৫ নভেম্বর ফিরতি লেগে অ্যাওয়ে ম্যাচে ফের এফসি পোর্তোর মুখোমুখি হবে বেঞ্জামিনের দল।
মহারাষ্ট্রে জন্মনো এই উইঙ্গার খুব অল্প বয়সেই শিলং লাজংয়ের অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে বেঞ্জামিন শিলং লাজংয়ে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেন। অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ১৩টি ম্যাচে ন'টি গোল রয়েছে। এর মধ্যে যার মধ্যে অনূর্ধ্ব-১৭ যুব লিগে ছ'টি গোল। ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে চারটি ম্যাচে অংশ নিয়েছিলেন। 'ব্লু কোল্টস' বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে খেতাব জেতে।
ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে নজর কাড়ার পর স্লোভেনীয় ক্লাব এনকে ব্রাভোর ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে যোগ দেওয়ার প্রস্তাব পান। সেই প্রস্তাবে সাড়া দিয়ে ইউরোপে পাড়ি জমানোর সাহসী সিদ্ধান্ত নেন বেঞ্জামিন। এনকে ব্রাভোর অনূর্ধ্ব-১৯ দলে যোগদানের পর স্লোভেনীয় যুব লিগ, নেক্সটজেন লিগায় চারটি ম্যাচে অংশগ্রহণ করেন ১৮ বছর বয়সি এই ফুটবলার। দু'টি গোলও রয়েছে তাঁর। উল্লেখ্য, গত মরশুমে স্লোভেনীয় যুব লিগ চ্যাম্পিয়ন হয়ে উয়েফা যুব লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল এনকে ব্রাভো। সেই লিগে প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে খেলার নজির গড়েছেন ইয়োহান বেঞ্জামিন।
