সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি রিকি পন্টিং (Ricky Ponting) ২০ মিলিয়ন ডলারের বিনিময়ে মেলবোর্নের শহরতলি তুরাকে একটি প্রাসাদ কিনেছেন। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাজার মূল্যের থেকে বেশি দামে প্রাসাদটি কিনেছেন পন্টিং।
খবর অনুযায়ী, প্রাসাদটির মূল্য ১৯ মিলিয়ন ডলার থেকে ২০.৬ মিলিয়ন ডলারের মধ্যে ধার্য করা হয়েছিল। কিন্তু পন্টিং ২০.৭৫ মিলিয়ন ডলারের বিনিময়ে প্রাসাদটি কেনেন। ভারতীয় অঙ্কে এই প্রাসাদটির মূল্য প্রায় ১১৪ কোটি টাকা। প্রাসাদে রয়েছে লাক্সারি পুল, টেনিস কোর্ট, ছ’টি বেডরুম।
[আরও পড়ুন: ‘আমার সময়ে মোহনবাগান দারুণ শক্তিশালী ছিল’, বেঙ্গালুরুর সেই ঝলমলে রাতের স্মৃতিচারণে সনি]
২০১৩ সালে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ৯.২ মিলিয়ন ডলারের বিনিময়ে ব্রাইটনে প্রাসাদটি কিনেছিলেন। পন্টিংয়ের প্রাসাদ সম্পর্কে আরও খবর সংবাদমাধ্যমে জায়গা পাওয়ার অপেক্ষায়। ব্রাইটনের প্রাসাদটিতে সুযোগ সুবিধা এককথায় দুর্দান্ত। ব্রাইটনের বাড়িটিতে রয়েছে সিনেমা দেখার কক্ষ। সাতটি শোয়ার ঘর রয়েছে।