সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান জাতীয় দলের (Pakistan Cricket Team) দায়িত্ব কি গ্রহণ করবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন (Shane Watson)? পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, ওয়াটসন এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। যদিও তিনি যা অর্থ দাবি করেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই অর্থ তাঁকে দিতে রাজি হয়েছে।
কিন্তু ওয়াটসন সবুজ সঙ্কেত দেননি। পাক বোর্ডের ভিতরের খবর অনুযায়ী, প্রাক্তন অজি অলরাউন্ডার বার্ষিক ২ মিলিয়ন ডলার দাবি করেছেন পিসিবি-র কাছে। বিদেশি কোচ হিসেবে এটাই সর্বাধিক পারিশ্রমিক।
বোর্ডের ভিতরের সূত্র অনুযায়ী, ”অস্ট্রেলিয়ায় ওয়াটসনের পরিবার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ নিয়েও ব্যস্ত। দায়িত্ব আদৌ গ্রহণ করে কিনা, তা খতিয়ে দেখছে ওয়াটসন। বোর্ড তাঁর কাছ থেকে অনেক বেশি সময় চায়।”
[আরও পড়ুন: রনজি চ্যাম্পিয়ন হয়ে শেষ করলেন কেরিয়ার, চোখের জলে কাকে ধন্যবাদ জানালেন মুম্বইয়ের তারকা?]
পাকিস্তান ক্রিকেটে প্রায়শই কোচিং স্টাফ পরিবর্তন হয়। সেটাও ভাবাচ্ছে ওয়াটসনকে। পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লাডিয়েটর্সকে কোচিং করান ওয়াটসন। আন্তর্জাতিক মঞ্চে কোচিং করানোর অভিজ্ঞতা সেভাবে নেই ওয়াটসনের। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বিদেশি কোচের উপরেই জোর দিচ্ছেন। শেষ পর্যন্ত পাকিস্তানকে কোচিং করাতে ওয়াটসন রাজি হন কিনা, তা বলবে সময়।