সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড় দিন পর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। হাসপাতাল সূত্রে খবর, তিনি আজ খাওয়াদাওয়াও ভালভাবে করেছেন। সাধারণ খাবারের পাশাপাশি তিনি রবিবার আইসক্রিম, চা ও পেঁপে খেয়েছেন।
[ আরও পড়ুন: পাশের পাড়ার জন্য মন খারাপ, বউবাজারের পুজো উদ্যোক্তাদের পাশে সন্তোষ মিত্র স্কোয়্যার]
মাঝমধ্যে বাইপ্যাপ দেওয়ার দরকার পড়ছে। এদিন তাঁকে ৩ ইউনিট রক্ত দেওয়ায় হিমোগ্লোবিনের মাত্রা বেড়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। বুদ্ধদেব ভট্টাচার্য দ্রুত বাড়ি ফিরতে চান বলে চিকিৎসকদের জানিয়েছেন।
গত শুক্রবার রাতে নিউমোনিয়া নিয়ে কলকাতার নামী বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বাম নেতাকে। রবিবার বুক, পেটের সিটি স্ক্যান করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, সেসব রিপোর্ট সন্তোষজনক। অ্যান্টিবায়োটিকের মাধ্যমে নিউমোনিয়ার চিকিৎসা চলছে এবং তাতে তিনি বেশ সাড়া দিচ্ছেন। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ সামান্য বাড়লেও, এখনও যথাযথ নয় বলে তাঁকে এদিনও রক্ত দেওয়া হচ্ছে। দিতে হচ্ছে অক্সিজেনও। রক্তচাপ স্বাভাবিক রয়েছে বলে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে।
[ আরও পড়ুন: সোমবারও খুলছে না চিংড়িহাটা উড়ালপুল, সপ্তাহের শুরুতেই প্রবল যানজটের আশঙ্কা]
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। আটজনের একটি চিকিৎসক দল তাঁর চিকিৎসা করছে। সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাম শীর্ষ নেতৃত্বের পাশাপাশি আগেই হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়।
চিত্রশিল্পী শুভাপ্রসন্নও বুদ্ধদেব ভট্টাচার্যকে গিয়ে দেখে আসেন। সর্বক্ষণ তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী মীরা এবং মেয়ে সুচেতনা। রয়েছেন সূর্যকান্ত মিশ্র, শ্যামল চক্রবর্তী, রবীন দেবের মতো শীর্ষ নেতারাও। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও।
The post সুস্থতার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে খেলেন আইসক্রিমও appeared first on Sangbad Pratidin.