shono
Advertisement

কাদের পেস বিভাগ শক্তিশালী? এই ভারতীয় পেসার না থাকায় অজিদেরই এগিয়ে রাখছেন শাস্ত্রী

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পারদ চড়তে শুরু করে দিয়েছে।
Posted: 04:47 PM Jun 05, 2023Updated: 04:49 PM Jun 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) বল গড়ানোর আগে ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বলছেন, ভারতের বোলিং আক্রমণের থেকে কিছুটা হলেও মশলা বেশি অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে।  কী কারণে এমন মত দিলেন শাস্ত্রী? 

Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শাস্ত্রী বলেছেন, ”ভারতীয় স্কোয়াডে যদি বুমরাহ (Jasprit Bumrah) থাকত, তাহলে আমি বলতাম দুটো দলেরই বোলিং আক্রমণ সমান শক্তিশালী। অস্ট্রেলিয়ায় রয়েছে প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক।”

[আরও পড়ুন: ব্যাট না চললে লর্ডসেই হয়তো টেস্ট ক্রিকেটকে বিদায় ওয়ার্নারের]

বুমরাহ না থাকায় শাস্ত্রী ভারতীয় বোলিং আক্রমণকে কিছুটা হলেও পিছিয়ে রাখছেন।
উল্লেখ্য, গত আট-ন’ মাস পিঠের ব্যথার জন্য খেলার মধ্যে নেই বুমরাহ। এপ্রিলে নিউজিল্যান্ডে অস্ত্রোপচার হয়েছে বুমরাহর। আইপিএলেও খেলতে পারেননি তিনি। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে যাতে খেলতে পারেন বুমরাহ, সেই কারণেই দ্রুততার সঙ্গে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে বলে খবর। বিলেতের মাটিতে বুমরাহ না থাকায় ভারতের নতুন বল মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের হাতে থাকেবে।

শাস্ত্রীর মতে, বিশ্বের দুটো সেরা দল একে অপরের মুখোমুখি হতে চলেছে। গত দু’ বছরে দুটো দলই দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। শাস্ত্রী আরও বলেন, টেস্ট ক্রিকেটে সুপারস্টার এবং লার্জার দ্য লাইফ চরিত্র দরকার, যাঁদের জন্য বেশি সংখ্যক মানুষ খেলা দেখতে আসবেন। শাস্ত্রী বলেন, ”চরিত্র দরকার, ব্যক্তিশ্ব দরকার। রান, উইকেট এবং গড়টাই সব নয়। চরিত্র দরকার টেস্ট ক্রিকেটে যার টানে মানুষ খেলা দেখতে আসবেন। ১৯৮১ সালের ঘটনা মনে পড়ছে। সেবার ইংল্যান্ড খুব খারাপ খেলছিল। কিন্তু ইয়ান বোথাম একার হাতে অ্যাশেজ নিজেদের অনুকূলে নিয়ে আসে। এটা টেস্ট ক্রিকেট এবং ইংলিশ ক্রিকেটকে অত্যন্ত প্রয়োজনীয় ইঞ্জেকশন দেয়। বোথামের জন্য প্রচুর দর্শক মাঠে খেলা দেখতে এসেছিলেন।”

উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শীর্ষে অস্ট্রেলিয়া। ১৯টি ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছে অজিরা, তিনটিতে হার ও পাঁচটি ড্র হয়েছে। অন্যদিকে, ১০টিতে জয়, পাঁচটিতে হার এবং তিনটি ড্র করে ভারত দ্বিতীয় স্থানে। 

[আরও পড়ুন: বুট জোড়া তুলে রাখলেন ইব্রা, আবেগে ভেসে বললেন, ‘ফুটবলকে বিদায় জানাচ্ছি, ভক্তদের নয়’]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement