shono
Advertisement

ক্রিকেটারদের মনোবল বাড়াবে মোদির ‘পেপ টক’, এবার নমো বন্দনা শাস্ত্রীর

ফাইনালে ভারতের হারের পরে টিম ইন্ডিয়ার সাজঘরে যান প্রধানমন্ত্রী।
Posted: 07:56 PM Nov 24, 2023Updated: 08:24 PM Nov 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের হারের পরে টিম ইন্ডিয়ার সাজঘরে গিয়ে রোহিত-বিরাটদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মহম্মদ শামি (Mohammed Shami) আগেই বলেছেন, হারের পরে হতাশাগ্রস্ত দলের মনোবল বাড়িয়েছেন প্রধানমন্ত্রী। এবার ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) প্রশংসা করেছেন মোদির। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডস্যর বলেছেন, ”আমার মনে হয় এটা দারুণ একটা ব্যাপার। কারণ এরকম হারের পরে ড্রেসিংরুমের পরিবেশ কেমন থাকে, তা আমি জানি। ক্রিকেটার হিসেবে এই সাজঘর শেয়ার আগে করেছি। কোচ হিসেবে সাত বছরের বেশি সময় ধরে আমি সাজঘরে ছিলাম। এই ধরনের হারের পরে মনে হয় সব যেন শেষ হয়ে গিয়েছে।” 

Advertisement

[আরও পড়ুন: ক্রিকেটে বাণিজ্য কেবল ভারতই দেয়, এটা মোটেও সুখবর নয়]

শাস্ত্রীর মতে, প্রধানমন্ত্রীর উপস্থিতি সাজঘরের পরিবেশ বদলে দিয়েছে। দলের জন্য এটা বিশেষ একটা মুহূর্ত। শাস্ত্রী বলেন, ”দেশের প্রধানমন্ত্রীর মতো ব্যক্তিত্ব যখন ড্রেসিংরুমে উপস্থিত হন, তখন সেটা বিশাল ব্যাপার বলতে হবে। কারণ প্রধানমন্ত্রীর উপস্থিতি প্লেয়ারদের স্পিরিট বাড়িয়ে দিতে পারে। প্রধানমন্ত্রী কোনও সাধারণ ব্যক্তি নন। দেশের প্রধানমন্ত্রীর মতো ব্যক্তিত্ব যখন ড্রেসিং রুমে আসেন, তখন সেটা বিশাল একটা ব্যাপার। খেলোয়াড়দের অনুভূতি আমি অনুমান করতে পারি। কারণ ভারতীয় দলের সাজঘরে আমি অতীতে ছিলাম।” 

[আরও পড়ুন: অরুণদা ছিলেন সাংবাদিক তৈরির ফ্যাক্টরি, তিন মন্ত্রেই লিখেছেন জীবনের কাহিনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement