shono
Advertisement

Breaking News

দুর্ঘটনায় আহত মোহনবাগান সমর্থকের পাশে ক্রোমা, আর্থিক সাহায্যের অঙ্গীকার

এক মোহনবাগান সমর্থকের পাশে আরেক মোহনবাগান সমর্থক। The post দুর্ঘটনায় আহত মোহনবাগান সমর্থকের পাশে ক্রোমা, আর্থিক সাহায্যের অঙ্গীকার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:57 PM Sep 26, 2019Updated: 06:57 PM Sep 26, 2019

শুভময় মণ্ডল: প্রিয় দল মোহনবাগানের খেলা দেখতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘনার কবলে পড়েছিলেন প্রতনু পাখিরা। চোখের সামনে নেমে এসেছিল অন্ধকার। দুর্ঘটনার পর থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রতনু। পরিবারের আর্থিক সঙ্গতি নেই চিকিৎসা করানোর। একে একে অনেকেই প্রতনুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন প্রাক্তন মোহনবাগান তথা অধুনা পিয়ারলেস তারকা ক্রোমা।

Advertisement

[আরও পড়ুন: কমনওয়েলথ গেমস খেলা মানে টাকার অপচয়, দাবি অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধানের]

সপ্তাহখানেক আগে কল্যাণীতে ঘরোয়া লিগে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং পিয়ারলেস। সেই ম্যাচে পিয়ারলেসের কাছে পরাস্ত হয় সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু গ্যালারিতে বসে সেই ম্যাচের সাক্ষী থাকতে পারেননি প্রতনু। কল্যাণী যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তারপর থেকেই হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। পুজোর আগে বাড়ির ছেলের এমন অবস্থায় দিশেহারা পরিবার। চিকিৎসার খরচ চালাতেও সমস্যা হচ্ছে তাঁদের। এবার এই পরিবারের পাশে আরেক মোহনবাগান সমর্থক তথা সবুজ মেরুনের প্রাক্তন তারকা ক্রোমা। নিজের স্ত্রীকে নিয়ে প্রতনুকে দেখতে গিয়েছেন ক্রোমা। মানসিকভাবে প্রতনুর পরিবারের পাশে থাকার পাশাপাশি, আর্থিক সাহায্যেরও অঙ্গীকার করেছেন তিনি।

[আরও পড়ুন: আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে উন্নতি কোহলি-ধাওয়ানের, ভারতীয়দের মধ্যে শীর্ষে রোহিত ]

ক্রোমা আদ্যপান্ত মোহনবাগান ভক্ত। বারবার তাঁর প্রমাণ মিলেছে। এবার তিনি প্রমাণ করলেন মোহনবাগানি হওয়ার পাশাপাশি তিনি বড় মনের মানুষও। এই মুহূর্তে ঘরোয়া লিগের লড়াইয়ে ক্রোমার দল পিয়ারলেস ভাল জায়গায় আছে। মোহনবাগান সমর্থকদের একাংশও প্রার্থনা করছেন যাতে ক্রোমার দলই লিগ জেতে।

তবে, ক্রোমাই প্রথম নয়, এর আগে লেবুতলা পার্ক দুর্গাপূজা কমিটিও প্রতনুর সাহায্যে এগিয়ে এসেছে। প্রতনু এই ক্লাবেরই সদস্য। ফুটবল সমর্থকদের একাংশও এগিয়ে এসেছে প্রতনুর পরিবারের সাহায্যার্থে।

The post দুর্ঘটনায় আহত মোহনবাগান সমর্থকের পাশে ক্রোমা, আর্থিক সাহায্যের অঙ্গীকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement