shono
Advertisement

ইসলামবাদের ‘কাশ্মীর নীতি’নিয়ে প্রশ্ন তুললেন খোদ পাক কূটনীতিবিদ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর নিয়ে প্রতিনিয়ত ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান৷ জঙ্গিগোষ্ঠীদের মদত দিয়ে কাশ্মীর উপত্যকায় হিংসা ছড়ানোই হোক অথবা আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, চেষ্টায় খামতি নেই ইসলামাবাদের৷ প্রতিবারই বিফল হয়েছে চক্রান্ত৷ তবে এবার পাকিস্তানের ‘কাশ্মীর নীতি’ নিয়ে খোদ সে দেশের অন্দরেই সৃষ্টি হয়েছে বিক্ষোভ৷ (চিন-পাকিস্তান আঁতাত রুখতে মোদির […] The post ইসলামবাদের ‘কাশ্মীর নীতি’ নিয়ে প্রশ্ন তুললেন খোদ পাক কূটনীতিবিদ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:56 PM Feb 13, 2017Updated: 10:29 AM Feb 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর নিয়ে প্রতিনিয়ত ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান৷ জঙ্গিগোষ্ঠীদের মদত দিয়ে কাশ্মীর উপত্যকায় হিংসা ছড়ানোই হোক অথবা আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, চেষ্টায় খামতি নেই ইসলামাবাদের৷ প্রতিবারই বিফল হয়েছে চক্রান্ত৷ তবে এবার পাকিস্তানের ‘কাশ্মীর নীতি’ নিয়ে খোদ সে দেশের অন্দরেই সৃষ্টি হয়েছে বিক্ষোভ৷

Advertisement

(চিন-পাকিস্তান আঁতাত রুখতে মোদির সঙ্গেই গাঁটছড়া ট্রাম্পের!)

কয়েক দশক থেকে চলে আসা কাশ্মীর সমস্যা যদি মিটেও যায় তাতে তালিবান বা আন্তর্জাতিক জঙ্গি সমস্যার সমাধান হবে না৷ সম্প্রতি এই বলে তোপ দাগলেন, আমেরিকায় নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত হুসেন হাক্কানি৷  ভারতের বিরুদ্ধে জঙ্গিসংগঠনদের মদত দেওয়ার বিষয়টি নিয়েও ইসলামাবাদকে একহাত নিয়েছেন তিনি৷ গত সপ্তাহে, ওয়াশিংটনে এক সভায় তিনি বলেন, সময় এসেছে পাকিস্তান এবার আত্মমূল্যায়ন করুক৷ সন্ত্রাসবাদীদের ক্রমাগত মদত দিয়ে বিশ্বাসযোগ্যতা বজায় রাখা যায় না৷

(ভারতকে ঘিরে ফেলছে চিন, গদর বন্দরে মোতায়েন রণতরী)

জম্মু ও কাশ্মীর নিয়ে গত কয়েক দশক থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ চলছেই৷ বরাবর কাশ্মীরের উপর দাবি জানিয়ে এসেছে পাকিস্তান৷ অবৈধ ভাবে কাশ্মীরের অনেকটা দখলও  করে রেখেছে পড়শি মুলুক৷ বরাবর ইসলামিক জঙ্গি সংগঠন ও বিচ্ছিন্নতাবাদীদের মদত যুগিয়ে এসেছে ইসলামাবাদ৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় এসেই স্পষ্ট করে দিয়েছিলেন যে পাকিস্তানের ক্রমাগত উস্কানি মেনে নেওয়া হবে না৷ উরি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক  করে ইসলাবাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল ভারত৷

আমেরিকাকেও ‘ঠান্ডা’ করতে পারি, ভারত তো শিশু: চিন

বেজিংকে রুখতে গেলেই যুদ্ধ বাধবে, আমেরিকাকে সতর্ক করল চিন

The post ইসলামবাদের ‘কাশ্মীর নীতি’ নিয়ে প্রশ্ন তুললেন খোদ পাক কূটনীতিবিদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement