shono
Advertisement

ঋষভ পন্থের স্মৃতি ফিরিয়ে পথ দুর্ঘটনা! প্রাণে বাঁচলেন শ্রীলঙ্কার ক্রিকেটার

কেমন রয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার?
Posted: 05:43 PM Mar 14, 2024Updated: 06:06 PM Mar 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবিন্দুতে মিলে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও লাহিরু থিরিমানে (Lahiru Thirimanne)। ২০২২ সালের ৩০ ডিসেম্বর মারাত্মক গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপার। ঠিক সেই ভাবেই ২০২৪ সালের ১৩ মার্চ, গাড়ি দুর্ঘটনায় আহত হলেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

স্থানীয় পুলিশের দাবি, লরির ধাক্কা লাগে শ্রীলঙ্কার ক্রিকেটারের গাড়িতে। সেই গাড়িতে আরও তিন জন ছিলেন। চার জনেই হাসপাতালে ভর্তি। সেই সঙ্গে ওই লরির চালক এবং আরও এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

[আরও পড়ুন: রনজি চ্যাম্পিয়ন হয়ে শেষ করলেন কেরিয়ার, চোখের জলে কাকে ধন্যবাদ জানালেন মুম্বইয়ের তারকা?]

প্রাণে বাঁচলেন লাহিরু থিরিমানে। ফাইল চিত্র

কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

বুধবার , ১৩ মার্চ সকাল ৭.৪৫ নাগাদ শ্রীলঙ্কার অনুরাধাপুরায় দুর্ঘটনার কবলে পড়েন লাহিরু থিরিমানে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, “লাহিরু এবং তাঁর পরিবার গাড়ি দুর্ঘটনায় আহত হন। একটি মন্দিরে যাচ্ছিলেন তাঁরা। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সবাই আপাতত সুস্থ রয়েছেন। তবে লাহিরু এবং তাঁর পরিবারের সুস্থ হতে সময় লাগবে।”

শ্রীলঙ্কার হয়ে ২০১০ সালে অভিষেক হয় লাহিরুর। ৪৪টি টেস্ট, ১২৭টি ওডিআই এবং ২৬টি টি-টোয়েন্টি খেলেছিলেন। টেস্টে তিনি ২০৮৮ রান করেছিলেন। এক দিনের ক্রিকেটে করেছিলেন ৩১৯৪ রান। টি-টোয়েন্টিতে করেছিলেন ২৯১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে সাতটি শতরান করেছিলেন লাহিরু। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

[আরও পড়ুন: হার্দিক নন, রোহিতকেই অধিনায়ক হিসেবে দেখতে যান যুবরাজ! কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement