shono
Advertisement
Uttarakhand

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি, বিয়েবাড়ি থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে মৃত ৪

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
Posted: 01:35 PM Apr 22, 2024Updated: 01:36 PM Apr 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়িতে জমিয়ে আনন্দ হয়েছিল। তার পর হইহই করে সকলে রওনা দিয়েছিলেন বাড়ির উদ্দেশে। কিন্তু শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হল না। মুহূর্তের মধ্যে আনন্দ বদলে গেল বিষাদে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তাঁদের গাড়িটি। ঘটনায় আহত আরও ৪। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। 

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার দুর্ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায়। এদিন ৮ জনকে নিয়ে গাড়িটি বিয়েবাড়ি থেকে ফিরছিল। অন্দোলি অঞ্চলের কাছে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গড়িয়ে গিয়ে পড়ে ২০০ মিটার গভীর খাদে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন।

[আরও পড়ুন: বেনজির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, ৩০ সপ্তাহ পেরলেও নাবালিকা ধর্ষিতাকে গর্ভপাতের অনুমতি]

দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয়রাও। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। এর পর দ্রুত সেখানে যান এএসআই সুন্দর সিং বোরা। এই বিষয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা সংবাদমাধ্যমে জানান, স্থানীয়দের সহায়তায় খাদ থেকে আহতদের উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলোকেও উদ্ধার করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: মা-বোনদের মঙ্গলসূত্র কেড়ে মুসলিমদের দেবে কংগ্রেস! মোদির মন্তব্যে বিতর্কের ঝড়

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার দুর্ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায়। এদিন ৮ জনকে নিয়ে গাড়িটি বিয়েবাড়ি থেকে ফিরছিল।
  • অন্দোলি অঞ্চলের কাছে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গড়িয়ে গিয়ে পড়ে ২০০ মিটার গভীর খাদে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন।
  • দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয়রাও।
Advertisement