সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়ে চিন ও পাকিস্তানকে হুঁশিয়ারি দিল ফ্রান্স (France)। পরিষ্কার বুঝিয়ে দিল কাশ্মীর নিয়ে চিনের কোনও নোংরা খেলা তারা সহ্য করবে না। পাশাপাশি পাকিস্তানকেও আক্রমণ করল সন্ত্রাসবাদে মদতের জন্য।
বৃহস্পতিবার প্যারিসে একটি অনুষ্ঠানে কাশ্মীর (Kashmir) ইস্যুতে ফ্রান্স দীর্ঘদিন ধরেই ভারতকে সমর্থন করে বলে জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রধান পরামর্শদাতা ইমানুয়েল বোনে (Emmanuel Bonne)। আগামিদিনে তাঁদের মনোভাব একই থাকবে বলেও উল্লেখ করেন। এপ্রসঙ্গে বলেন, ‘যখনই কাশ্মীর নিয়ে আলোচনা হবে তখনই ভারতের নিরাপত্তার বিষয়টিকে আমরা সমর্থন জানাব। ভারতের বিভিন্ন জায়গা জঙ্গি হামলার ঘটনার পরেও যেভাবে নয়াদিল্লি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। তাদের সঙ্গে আমরা সবসময় রয়েছি এই বার্তা দিতে চাই। অন্যদিকে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেয়। সেই কারণে বিগতকালের মধ্যে এখনই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক সবথেকে খারাপ হয়েছে। কাশ্মীরের বিষয়ে চিনকেও কোনও রকম খেলা খেলতে দিইনি আমরা। হিমালয়ের ক্ষেত্রেও আমাদের বিবৃতি পরীক্ষা করে দেখুন সেখানেও আমরা পরিষ্কার। আমরা প্রকাশ্যে যা বলি তা চিনকে ব্যক্তিগতভাবেও বলি। এই বিষয়ে আমাদের কোনও জড়তা নেই।’
[আরও পড়ুন: ক্যাপিটল হিলের বিক্ষোভে উড়ল ভারতীয় পতাকা! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ ভারতীয়রা]
চিনের আগ্রাসী মনোভাবের সমালোচনা করে ইমানুয়েল বোনে আরও বলেন,’আমরা চাই চিন কিছু নিয়ম মেনে চলুক। নিজেদের আগ্রাসী মনোভাব কিছুটা হলেও কমিয়ে ফেলুক। আমরা চাই তারা যেন বোঝে আমরাও ময়দানে আছি। নিজেদের স্বার্থ রক্ষা করার বিষয়ে আমরা সক্ষম ও ইচ্ছুক। আমি চাই আন্তর্জাতিক সংগঠনগুলি চিনকে এই বিষয়ে সচেতন করুক। না হলে তারা আজ যেভাবে কাজকর্ম চালাচ্ছে তাতে আগামিদিনে বিশ্বজুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।’