shono
Advertisement

Breaking News

France

প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে জড়িয়ে ধরে প্রকাশ্যেই চুম্বন! তুমুল বিতর্কে ফ্রান্সের মহিলা ক্রীড়ামন্ত্রী

চোখের সামনে এমন চুম্বনদৃশ্য দেখে অস্বস্তিতে পড়ে যান ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল।
Published By: Anwesha AdhikaryPosted: 08:11 PM Jul 31, 2024Updated: 08:11 PM Jul 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যেই মহিলা মন্ত্রীকে চুম্বন করছেন দেশের প্রেসিডেন্ট স্বয়ং! প্যারিস অলিম্পিকের মধ্যে ফের বিতর্ক ফ্রান্সে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, অত্যন্ত ঘনিষ্ঠভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চুম্বন করছেন দেশের ক্রীড়ামন্ত্রী। উল্লেখ্য, প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে একাধিক বিতর্ক শুরু হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন এই চুম্বনের ছবি।

Advertisement

[আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর কোরিয়া, জলমগ্ন এলাকায় স্পিড বোটে হাজির কিম

ঠিক কী ঘটেছে অলিম্পিকের (Paris Olympics 2024) উদ্বোধনে? ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্টকে চুম্বন করছেন ক্রীড়ামন্ত্রী অ্যামেলি অডিয়া-কাস্তেরা। এক হাত দিয়ে ম্যাক্রোঁর গলা জড়িয়ে ধরেছেন তিনি। তার পরে প্রেসিডেন্টের কানের নিচে চুম্বন করেন। নেটদুনিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই একের পর এক মন্তব্য করেছেন আমজনতা। তবে অনেকেই বলছেন, চুম্বন করা ফরাসি (France) সংস্কৃতির অঙ্গ। কিন্তু যেভাবে দেশের প্রেসিডেন্ট এবং ক্রীড়ামন্ত্রীকে প্রকাশ্যে চুম্বন করতে দেখা গিয়েছে সেটা অত্যন্ত দৃষ্টিকটু।

নেটদুনিয়ায় এই ছবি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশের মত, এই ছবি দেখলে ফার্স্ট লেডি ব্রিজেট ম্যাক্রোঁ খুব রেগে যাবেন। চোখের সামনে এমন চুম্বনদৃশ্য দেখে অস্বস্তিতে পড়ে যান ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল। কোনদিকে তাকাবেন, বুঝে উঠতে পারেননি তিনি। সেই বিষয়টিও উল্লেখ করেছেন নেটিজেনরা। তবে এই ঘটনায় অনেকেই প্রেসিডেন্টদের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, সামান্য ঘটনাকে ফুলিয়েফাঁপিয়ে দেখানো হচ্ছে। চুম্বন করে অভিবাদন জানানো ফরাসি সংস্কৃতির অঙ্গ।

[আরও পড়ুন: ইরান প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে হাজির নীতীন গড়করি, পেজেস্কিয়ানকে শুভেচ্ছা মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অত্যন্ত ঘনিষ্ঠভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চুম্বন করছেন দেশের ক্রীড়ামন্ত্রী।
  • ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্টকে চুম্বন করছেন ক্রীড়ামন্ত্রী অ্যামেলি অডিয়া-কাস্তেরা।
  • নেটদুনিয়ায় এই ছবি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশের মত, এই ছবি দেখলে ফার্স্ট লেডি ব্রিজেট ম্যাক্রোঁ খুব রেগে যাবেন।
Advertisement