সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রান্সের বিখ্যাত পত্রিকা শার্লি এবদোর অফিসে হামলার ঘটনার মূলচক্রী আলি রিজা পোলাট (Ali Riza Polat)-কে ৩০ বছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিল আদালত। তাকে সাহায্য করার জন্য হায়াত বৌমেদ্দিয়েন নামে এক মহিলাকেও ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফ্রান্সের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে শার্লি এবদোর অফিসে হামলার ঘটনায় ১৪ জন অভিযুক্তের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। সম্প্রতি এই মামলার শুনানি শেষে ১৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়। আর বুধবার সেই মামলার রায় দিতে গিয়ে মূল অভিযুক্ত আলি রিজা ও তাকে সাহায্যকারী মহিলা হায়াতকে ৩০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের সাজা খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: করোনা নিয়ে ড্যামেজ কন্ট্রোল! বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলকে স্বাগত জানাল বেজিং]
২০১৫ সালের জানুয়ারিতে হজরত মহম্মদকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের জেরে ফ্রান্স (France) -এর শার্লি এবদো (Charlie Hebdo) ম্যাগাজিনের অফিস ও একটি সুপার মার্কেটে হামলা চালিয়েছিল জেহাদিরা। কার্টুনিস্ট-সহ ১২ জনকে খুন করা হয়। এর কয়েক দিনের মাথায় প্যারিসে এই ঘটনা সংক্রান্ত আরেকটি হামলায় নিহত হয় পাঁচ জন। তারপরই ১৪ জন অভিযুক্ত করে পুলিশ। যদিও হায়াত বৌমেদ্দিয়েনে (Hayat Boumeddiene)-সহ তিনজন এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। এর মধ্যে হায়াত সিরিয়াতে আশ্রয় নিয়েছে বলেই খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে ফ্রান্সের এক শিক্ষক স্কুলের পড়ুয়াদের ওই বিতর্কিত কার্টুন দেখিয়েছিল। এর জেরে তাঁর মাথা কেটে খুন করে এক জেহাদি।এরপরই ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে সরব হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাঁর মন্তব্যের জেরে বিশ্বজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। ফ্রান্সের পণ্য বয়কট করার ডাক দেন বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান।