সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে নীরব মোদি। এবার ঋণখেলাপি ব্যবসায়ীর ২৯ কোটি ৭৫ লক্ষ টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে নীরবের এই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।
এখনও পর্যন্ত সব মিলিয়ে নীরবের চার হাজার কোটি টাকার বেশি অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এর মধ্যে আদালতের নির্দেশে মোট ৭১ কোটি টাকার সম্পত্তি নিলাম করা হবে। বাকি বাজেয়াপ্ত সম্পত্তি নিলামের জন্য আদালতে শুনানি চলছে। এরই মধ্যে নতুন করে ২৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশ পেলে এই সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে দ্রুত। এমনটাই খবর ইডি সূত্রে।
[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থক, ‘ভারত বিরোধী’ সেই মার্কিন আইনপ্রণেতার সঙ্গে সাক্ষাৎ রাহুলের]
উল্লেখ্য, পিএনবি-সহ ভারতের একাধিক ব্যাংকে জালিয়াতির পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নীরব মোদি। একইভাবে পালিয়ে গিয়েছিলেন তাঁর আত্মীয় মেহুল চোকসিও (Mehul Choksi)। এরপর ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন নীরব মোদি। প্রায় বছরখানেক আগেই আদালতে তিনি জানান, ”আমার সমস্ত সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়েছে। আইনজীবীর ফি দেওয়ারও সামর্থ্য নেই।” সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করতে দেখা যায় তাঁকে।
[আরও পড়ুন: নির্বাচনের আগে বিপাকে ফারুক আবদুল্লা! দুর্নীতি মামলায় নয়া অভিযোগে আদালতে ইডি]
এই এক বছরে পরিস্থিতির উন্নতি তো হয়ইনি, বরং ক্রমশ কোণঠাসা হয়েছেন নীরব। কিছুদিন আগেই তাঁর একটি ফ্ল্যাট বিক্রির অনুমতি দিয়েছে আদালত। এবার আরও সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। তবে নীরব মোদি লন্ডনে থেকেই বিভিন্ন আইনি প্রক্রিয়ায় তাঁর সম্পত্তি দ্রুত বিক্রির প্রক্রিয়ায় বাঁধা দেওয়ার চেষ্টা করছেন।