সুকুমার সরকার, ঢাকা: দিল্লিতে জি-২০ সম্মেলনে (G-20 Summit) হাজির বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। শনিবার আলোচনার বাইরে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল বাঘা বাঘা রাষ্ট্রনেতাদের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) নিজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ের সঙ্গে বার্তালাপের পর সেলফি তোলেন। তাঁদের সেই সেলফি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর এদিকে, বাইডেনের সঙ্গে হাসিনা (Sheikh Hasina) ও তাঁর মেয়ের সেলফিকে হাতিয়ার করে বিএনপি-কে (BNP) একহাত নিলেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামি লিগের (Awami League) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশে এই মন্তব্য করেন সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামি লিগের এই সমাবেশে তিনি বলেন, ”বাইডেনের সঙ্গে হাসিনার এক সেলফিতে বিএনপি-র ঘুম উড়েছে। এতদিন বিএনপি আটলান্টিকের ওপারে হোয়াইট হাউসের দিকে তাকিয়ে ছিল, বাইডেন সাহেব নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামি লিগকে হটিয়ে তাদের ক্ষমতায় বসাবে। কী দেখলেন? বাইডেন সাহেব নিজেই সেলফি তুললেন শেখ হাসিনার সঙ্গে। সঙ্গে আবার পুতুলও (সায়মা ওয়াজেদ) ছিল। রাতে একজনেরও ঘুম আসবে না।” তাঁর নিশানায় ছিলেন বিএনপি-র নেতা ফখরুল, গয়েশ্বর, আমির খসরু।
[আরও পড়ুন: গাড়ি চালানো শেখার সময় শিশুকে পিষে দিল যুবক, রণক্ষেত্র ময়নাগুড়ি]
আসলে বছর পেরলেই বাংলাদেশে সাধারণ নির্বাচন (General Election)। ক্ষমতাসীন আওয়ামি লিগ ও বিরোধী বিএনপি জোট – দুই শিবিরেই তোড়জোড় চলছে। এখনই তদানীন্তন সরকার চায় বিএনপি। কিন্তু তার প্রবল বিরোধিতা করেছে আওয়ামি লিগ। এই অবস্থায় বিএনপি-র কর্মসূচিকে যথেষ্ট খোঁচা দিয়েছেন শেখ হাসিনার দল। ওবায়দুল কাদেরের এহেন মন্তব্যে সেটাই ফের প্রকাশ্যে এল।