shono
Advertisement

৩ দিনেই ১৩৫ কোটি! সানি দেওলের ৪০ বছরের ফিল্মি কেরিয়ারে মাইলস্টোন ‘গদর ২’

'গদর ২'র চাহিদা তুঙ্গে! কী বলছেন সানি দেওল?
Posted: 04:39 PM Aug 14, 2023Updated: 04:39 PM Aug 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির আগেই আড়াই কোটির ব্যবসা করা সিনেমা নিয়ে যে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে থাকবে, তা বলাই বাহুল্য। পয়লা দিনেই বক্সঅফিসে ঝড় তুলে দিয়েছে ‘গদর ২’। বাইশ বছর পরও একটা সিনেমা নিয়ে যে ভক্তদের মধ্যে এতটা উন্মাদনা থাকতে পারে, সেটা শুক্রবার প্রেক্ষাগৃহের বাইরে উন্মত্ত জনতার ভীড় দেখেই ঠাহর করা গেল। ওপেনিং ডে-তেই ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবির খেতাব জিতে নিল সানি দেওলের ‘গদর ২’।

Advertisement

বক্সঅফিস রিপোর্ট অনুযায়ী, পয়লা দিনে ৫২ কোটি টাকা। দ্বিতীয় দিনে ৪০ কোটি এবং তৃতীয় দিনে উপার্জন করেছে ৪৩ কোটি টাকা। সবমিলিয়ে মাত্র ৩ দিনেই ১৩৫ কোটি টাকা আয় করেছে সানি দেওলের ছবি। তবে ১৫ আগস্টের ছুটিতে যে ‘গদর ২’ ২০০ কোটির ক্লাবে প্রবেশ করে যাবে, তেমনটাই ভবিষ্যদ্বাণী সিনেসমালোচকদের।

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’কে টেক্কা দিতে না পারলেও সলমন খান, রণবীর কাপুরদের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সানি দেওলের ‘ঢায় কিলো কা হাত’! ৫৭ বছর বয়সে কিং খান যেখানে অতিমারী উত্তরপর্বে ধুঁকতে থাকা বলিউডের ব্যবসার গ্রাফ ঘুরিয়ে দিয়েছেন, সেখানে নবীন প্রজন্মের হিরোদের বক্সঅফিসে রীতিমতো টেক্কা দিয়ে সিনেমা সুপারহিট করে দেখালেন ষাটোর্ধ্ব সানি দেওল।

[আরও পড়ুন: ‘কেউ ফিরেও তাকায়নি, আপনি যা করলেন…’, ‘ব্যোমকেশ’ দেবের কীর্তিতে আপ্লুত মহিলা]

১৯৮৩ সালে ‘বেতাব’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন সানি দেওল। এরপর ২০০০ সালে তাঁর ‘গদর’ বক্সঅফিসে ঝড় তুলে দিয়েছিল। তবে ৪০ বছরের ফিল্মি কেরিয়ারে এর আগে ‘গদর ২’র মতো বড় হিট দিতে পারেননি সানি দেওল। এইপ্রথম তাঁর কোনও ছবি মাত্র ৩ দিনেই ১৩০ কোটির উপর ব্যবসা করেছে। সেই প্রেক্ষিতে ‘গদর ২’ যে সানি দেওলের কেরিয়ারে একটা মাইলস্টোন হয়ে রইল, তা বলাই বাহুল্য।

এপ্রসঙ্গে সানির মন্তব্য, “আমি দারুণ খুশি। ‘গদর’-এর সিক্যুয়েলটা যখন শুট করছিলাম, তখনও জানতাম না যে দর্শকদের এত ভালো লাগবে। প্রথম গদর-এর পর দুটো প্রজন্ম পেরিয়েছে। তবে এখনও দর্শকদের উন্মাদনা এখনও প্রথম দিনের মতোই রয়ে গিয়েছে। আমি মুগ্ধ আর ভীষণ খুশি। ফিল্ম ইন্ডাস্ট্রিকে চাঙ্গা রাখতে আরও হিট ছবির প্রয়োজন।”

বলিউড মাধ্যম সূত্রে রিপোট, ‘গদর ২’র চাহিদা তুঙ্গে থাকায় হলমালিকেরা সকাল এবং মধ্যরাত পর্যন্ত শোয়ের স্লট রাখতে বাধ্য হচ্ছেন। আসলে ‘OMG 2’র সঙ্গে একইদিনে মুক্তি পাওয়ায় হলে বেশি স্লট পেতে অসুবিধে হচ্ছে। অন্যদিকে দর্শকরাও ‘গদর ২’ দেকার জন্য সপ্তাহান্ত অবধি অপেক্ষা করতে নারাজ!

[আরও পড়ুন: ‘ভরতনাট্যমে তো অষ্টরম্ভা’! ‘চন্দ্রমুখী ২’র গানে কঙ্গনার নাচ দেখে তুমুল কটাক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement