সুব্রত বিশ্বাস: পুরনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিষাক্ত গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ৩২ জন। সোমবার সকালে লিলুয়ার বজরংবলী এলাকার একটি গোডাউনে এই গ্যাস সিলিন্ডার কাটার কাজ চলছিল। আচমকাই একটি সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে পড়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এলাকার সব বাড়িতে ভয়ে আজ গ্যাস জ্বলেনি।
প্রথম দফায় কয়েকটি সিলিন্ডার এভাবে কাটার প্রক্রিয়া সুষ্ঠুভাবে হলেও আচমকাই একটি সিলিন্ডার কাটার সময় তীব্র ঝাঁজালো গ্যাস বেরিয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান কর্তব্যরত ২ শ্রমিক। অন্যান্য শ্রমিকরা ঘটনার গুরুত্ব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এদিকে কাটা সিলিন্ডার থেকে হু হু করে গ্যাস বেরোতে থাকে। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে।
[প্রেমিকার বাড়িতে রহস্যমৃত্যু বিবাহিত যুবকের]
এদিকে এই ঘটনায় গোটা এলাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে অসুস্থর সংখ্যা। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এলেও প্রথমদিকে কাজ শুরু করতে কর্মীদের বেশ বেগ পেতে হয়। গ্যাসের তীব্রতা বাড়ায় আশেপাশের এলাকার মানুষও উদ্বিগ্ন হয়ে পড়েন। সে সময় লিলুয়া ডন বস্কো স্কুলের ক্লাস চলছিল। গ্যাসের তীব্র গন্ধে অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরে অবশ্য দমকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন সকালে ৬টা নাগাদ বজরংবলী এন্টারপ্রাইজের নিলামে কেনা একটি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে এই বিপত্তির সূত্রপাত। দমকল এলেও কীভাবে প্রাথমিকভাবে এর মোকাবিলা করা হবে। বুঝতে খানিকটা সময় চলে যায়। গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় কাউন্সিলার সীমা ভৌমিকের স্বামী দিবাকরও। তিনি বলছেন, ‘ওই গোডাউনে ঢুকতেই অসুস্থ হয়ে পড়ি।’ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এশিয়ার বৃহত্তম লোহা কেনাবেচার বাজারে মাঝেমধ্যে এরকম বেশ কিছু জিনিসপত্র এনে কাটা হয় যার মধ্যে থেকে বিষাক্ত গ্যাস বেরিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে।
[২ লক্ষ টাকা পণ চাই, স্ত্রীর কিডনি ‘বিক্রি’ করে দিল স্বামী!]
The post সিলিন্ডার থেকে গ্যাস লিক, তীব্র ঝাঁজালো গন্ধে লিলুয়ায় অসুস্থ ৩২ appeared first on Sangbad Pratidin.