shono
Advertisement

বিজেপিকে ঠেকাতে দরকারে কংগ্রেসের সঙ্গে হাত মেলাব: গৌতম দেব

দলের অস্বস্তি বাড়ালেন সিপিএম নেতা। The post বিজেপিকে ঠেকাতে দরকারে কংগ্রেসের সঙ্গে হাত মেলাব: গৌতম দেব appeared first on Sangbad Pratidin.
Posted: 08:41 PM Apr 29, 2018Updated: 08:56 PM Apr 29, 2018

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: দলের কেন্দ্রীয় কমিটি থেকে সম্প্রতি বাদ পড়েছেন৷ এবার বিদ্রোহ দেখাতে গিয়ে পার্টি লাইনের বিরুদ্ধেই সওয়াল করলেন সিপিএম নেতা গৌতম দেব৷ রবিবার বেলঘরিয়ার ফিডার রোডে লেনিনের মূর্তির উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে পার্টির লাইন উড়িয়ে কংগ্রেসের সঙ্গে জোট গড়ার আহ্বান জানান৷

Advertisement

এদিন তিনি বলেন, ‘‘কিছুদিন আগে হায়দরাবাদে পার্টি কংগ্রেসে সিদ্ধান্ত হয়েছে বিজেপিকে ঠেকাতে সমস্ত বিরোধী দলগুলির সঙ্গে হাত মেলাব৷ এমনকি দরকারে কংগ্রেসের সঙ্গেও হাত মেলাব৷’’ যদিও, হায়দরাবাদের পার্টির কংগ্রেসে প্রকাশ কারাট, ইয়েচুরিরা সিদ্ধান্ত নেন, ইস্যুভিত্তিক কংগ্রেসকে সমর্থন জানানো হবে৷ সংসদেও কংগ্রেসকে বাইরে থেকে সমর্থন যোগাবে সিপিএম৷ তবে, কোনও ভাবেই মঞ্চ শেয়ার হবে না৷ কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না বাম নেতৃত্ব৷ ফলে, স্বাভাবিক ভাবে কংগ্রেস ইস্যুতে ‘ধরি মাছ, না ছুঁই পানি’র অবস্থান সিপিএমের৷

কিন্তু, দলের এহেন অবস্থানকে আমল না দিয়ে সরাসরি কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর গৌতম দেবের মন্তব্যকে কেন্দ্র করে সিপিএমের অন্দরে শুরু হয়েছে জল্পনা৷ দলের অন্দরেই অনেকেই প্রশ্ন তুলতে শুরু করছেন, বিজেপিকে ঠেকাতে যদি কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর কথা গৌতমবাবু বলে থাকেন, তাহলে কেন তৃণমূলের সঙ্গে জোট বাধার কথা ভাবছেন না তিনি? যদিও, কংগ্রেসের সঙ্গে ‘সাতপাকে’ বাধা পড়ার ইচ্ছা প্রকাশ করলেও তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে রা কারেননি তিনি৷ বলেন, ‘‘তৃণমূলের সঙ্গে হাত মেলানোর আপাতত কোন সম্ভাবনা নেই। আর ওরাও সেটা চায় না।’’

সম্প্রতি, পার্টি কংগ্রেস থেকে বঙ্গ সিপিএমের প্রাপ্তি সম্পর্কে সিপিএম নেতা গৌতম দেব জানান, দলে বিতর্ক ছিল, এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। কংগ্রেসের সঙ্গে বামেদের ন্যূনতম বোঝাপড়া কীভাবে হয় সেটা দেখার ছিল৷ তিনি বলেন, ‘‘পার্টি কংগ্রেসে বেশ কয়েকটি রাজ্যের প্রতিনিধি তাঁদের অভিজ্ঞতা দিয়ে যা বললেন, তাতে পার্টি নেতৃত্ব সেটাকে গ্রহণ করলেন৷ কথাটা হয়েছিল বোঝাপড়ার৷ সেটা থাকল, ভালই হল৷’’ সাফ জানিয়ে দেন, পঞ্চায়েত ভোটেও বিভিন্ন জেলায় বাম-কংগ্রেস সমঝোতা হবে৷ সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ নিয়ে কথা হবে বলে তিনি জানান৷

ফাইল চিত্র

The post বিজেপিকে ঠেকাতে দরকারে কংগ্রেসের সঙ্গে হাত মেলাব: গৌতম দেব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement