সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ফ্ল্যাট কিনেছেন? কাঠের আসবাবপত্রে (Furniture) ঘর সাজাতে চান না? তবে বাঁশ কিংবা বেতের তৈরি আসবাবপত্র আপনার নতুন ফ্ল্যাটকে দিতে পারে নয়া লুক। কোথায় কী রাখবেন, বুঝতে পারছেন না তাই তো? তবে আপনার সুখী গৃহকোণকে আরও সুন্দর করে তোলার জন্য রইল টিপস।
ড্রয়িং রুমে সোফা সেট রাখেন তো সকলেই। একটু অন্যরকম লুক দিতে বাঁশের তৈরি চেয়ার, টেবিল রাখতে পারেন। জানলার পাশে রাখতে পারেন বাঁশের (Bamboo) ল্যাম্প সেট।
বাঁশের তৈরি পাত্র টেবিলের উপর রাখতে পারেন। ফুলদানিতেও থাক বাঁশের ছোয়া। দেওয়ালেও বাঁশের কোনও হ্যাংগিং শো-পিস রাখতে পারেন। তাতে আপনার ঘরের লুক যে একেবারেই বদলে যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
[আরও পড়ুন: বাড়ি বদল করছেন? নতুন জায়গায় যাওয়ার আগে মাথায় রাখুন এই ৫ বিষয়]
জানলায় কাপড়ের পর্দা তো সকলেই টাঙান। বাঁশ বা বেতই কিন্তু কাপড়ের পর্দার জায়গা কেড়ে নিতে পারে নিমেষে। তার ফলে আপনার নতুন ফ্ল্যাটের জানলা পাবে একেবারে অন্যরকম লুক।
খাবার টেবিলে প্লাস্টিকের বদলে কাঠ বা বেতের কভার ব্যবহার করুন। তাতে আপনার ডাইনিং টেবিল হয়ে উঠবে এক্কেবারে অন্যরকম। যা মন ছোঁবে প্রায় সকলেরই।
আপনার ব্যালকনিতে বাঁশ কিংবা বেতের দোলনা ব্যবহার করতে পারেন। গরম চা কিংবা কফির কাপ হাতে ওই দোলনায় বসে দু’দণ্ড জিরিয়ে নেওয়া যেতেই পারে। কিংবা ধরুন কিছুটা ফুরসত পেলে ওই ব্যালকনিতে বসে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন।
আলোর ক্ষেত্রেও বাঁশের ছোঁয়া মন্দ লাগবে না। বাঁশ কিংবা বেতের ল্যাম্পসেট ব্যবহার করুন। শোওয়ার ঘর হোক কিংবা ব্যালকনি সর্বত্রই এই ধরনের ল্যাম্পসেট কাজে লাগাতে পারেন।