shono
Advertisement

২২ গজে ফের ম্যাড ম্যাক্স ম্যাজিক, রোহিতের রেকর্ড ছুঁলেন অজি তারকা

গত বছর ওয়ানডে বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে আগুন ঝরেছিল।
Posted: 08:11 PM Feb 11, 2024Updated: 08:11 PM Feb 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ওয়ানডে বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে আগুন ঝরেছিল। নতুন বছরেও অব্যাহত ম্যাক্স ম্যাজিক। এবার টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়ে রোহিত শর্মার রেকর্ড স্পর্শ করলেন অজি গ্লেন ম্যাক্সওয়েল।

Advertisement

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১২০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ১২টি বাউন্ডারি এবং আটটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৫৫ বলেই ১২০ রান করে ফেলেন তিনি। আর শতরান করতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিতের সেঞ্চুরির সংখ্যা ছুঁয়ে ফেললেন অজি তারকা। দুই তারকার নামের পাশেই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচটি করে সেঞ্চুরি লেখা রয়েছে।

[আরও পড়ুন: ঘাটালে দেবের পাশে তৃণমূল, সাংসদের সঙ্গে দ্বন্দ্বের জেরে অপসারিত শংকর দলুই]

ইনিংসের বিরতিতে দুরন্ত ছন্দে থাকা ম্যাক্সওয়েল বলে দেন, “দারুণ মজা হয়েছে। এখানে (অ্যাডিলেড) খেলতে সবসময়ই ভালো লাগে। বিগ ব্যাশেও আমরা দেখেছি এখানকার উইকেট খুব ভালো। সবসময়ই সুযোগকে কাজে লাগাতে ভালোবাসি। আর আরও ভালো লাগছে, কারণ আমার মা-বাবাও অ্যাডিলেডে আছেন। তাঁদের সামনে ভালো খেলতে পেরে দারুণ লাগছে।” ম্যাক্সওয়েলের চওড়া ব্যাটেই কার্যত জয় নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার। ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পওয়েল ৬৩ রান করলেও ৩৪ রানে পরাস্ত হয় ওয়েস্ট ইন্ডিজ।

উল্লেখ্য, তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে হারায় অস্ট্রেলিয়া। এদিন দ্বিতীয় ম্যাচও পকেটে পুরে ফেলায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলেন ডেভিড ওয়ার্নাররা।

[আরও পড়ুন: ইন্টারভিউ ছেড়ে চলে যান মমতা, এক যুগ পর রাজ্যসভার ভোটে TMC প্রার্থী সাগরিকা, কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement