-
- ফটো গ্যালারি
- এক নজরে
- Globe cinemas reopens after 20 years dev srijit turned into ticket sellers
বছর ২০ বাদে পুজোর মরশুমে প্রত্যাবর্তন গ্লোব সিনেমার, 'টেক্কা'র টিকিট বিক্রি করলেন দেব-সৃজিত
পুজোর মরশুমে 'ডাবল স্ক্রিন' নিয়ে প্রত্যাবর্তন আইকনিক গ্লোব সিনেমার।
Tap to expand
পুজোর মরশুমে বাঙালি সিনেদর্শকদের জন্য সুখবর। কুড়ি বছর বাদে আইকনিক গ্লোব সিনেমার দোর খুলল দেব-সৃজিতের হাত ধরে। অভিনব উদ্যোগ অজন্তা সিনেমা হলের মালিক তথা সিনে পরিবেশক শতদীপ সাহার।
Tap to expand
লিন্ডসে স্ট্রিটের সেই গ্লোব সিনেমা! ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘ইন্টারভিউ’, ‘কোরাস’, ‘ঘরে বাইরে’, ‘ম্যাকেনাস গোল্ড’, ‘বেন হুর’, ‘জস’, ‘স্টার ওয়ারস’, ‘বেসিক ইন্সটিনক্ট’ এবং ‘টাইটানিক-এর মতো ছবিগুলো প্রদর্শিত হয়েছিল এই প্রেক্ষাগৃহে।
Tap to expand
এবার পুজোর মরশুমে পুরনো খোলনলচে বদলে অত্যাধুনিক সাজে ফিরল শহরের ঐতিহ্যপূর্ণ প্রেক্ষাগৃহ গ্লোব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম টেক্কা থেকে দেব এবং সৃজিত।
Tap to expand
রবিবার থেকে দরজা খুলল নতুন প্রেক্ষাগৃহের। এবার ডাবল স্ক্রিন নিয়ে প্রত্যাবর্তন একেবারে। সঙ্গে বাড়তি পাওনা পুজোর তিনটি বাংলা ছবি! রবিবার সেই হলেই দেব এবং সৃজিতকে দেখা গেল টিকিট কাউন্টারে। নিজে হাতে দর্শকদের টিকিট বিক্রি করলেন দুই তারকা।
Tap to expand
ঐতিহ্যময় গ্লোব সিনেমার সঙ্গে জড়িয়ে আছে পুরনো কলকাতার ইতিহাস। ১৯২২ সালে জনসাধারণের বিনোদনের জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে তৈরি হয়েছিল এই সিনেমা হল। তখন থেকেই হাউজফুল সিনেমার আঁতুরঘড় এই প্রেক্ষাগৃহ।
Published By: Sandipta BhanjaPosted: 05:10 PM Oct 06, 2024Updated: 05:10 PM Oct 06, 2024
পুজোর মরশুমে 'ডাবল স্ক্রিন' নিয়ে প্রত্যাবর্তন আইকনিক গ্লোব সিনেমার।