shono
Advertisement

Breaking News

পুরনো নোটে ৭৩৬ টাকায় বিমানে চেপে বেড়ানোর সুযোগ!

দেশের মধ্যে বেড়াতে পারবেন পুরনো নোটে... The post পুরনো নোটে ৭৩৬ টাকায় বিমানে চেপে বেড়ানোর সুযোগ! appeared first on Sangbad Pratidin.
Posted: 01:16 AM Nov 24, 2016Updated: 07:46 PM Nov 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় নোট বাতিলের জেরে এবছর না হয় বেড়াতে যেতে পারলেন না! তবে আগামী বছর কোনও ট্যুর প্ল্যান করছেন কি? যদি এখনও না করে থাকেন, তাহলে এবার করে ফেলুন৷ দেশের মধ্যে কয়েকটি নির্দিষ্ট রুটে সবচেয়ে সস্তায় বিমানযাত্রার সুযোগ দিচ্ছে ‘গো এয়ার’৷ তবে সেক্ষেত্রে সংস্থার তরফে কয়েকটি শর্তাবলী পূরণ করতে হবে৷

Advertisement

বুধবার এক প্রেস বিবৃতিতে ‘গো এয়ার’ জানিয়েছে, মাত্র ৭৩৬ টাকার বিনিময়ে টিকিট কেটে আগামী বছরের ৯ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের মধ্যে নির্দিষ্ট কয়েকটি রুটে যাত্রা করা যাবে৷ টিকিট কাটতে হবে ২৪ নভেম্বরের মধ্যে৷ দেশের মধ্যে কোন কোন রুটে ভ্রমণ করা যাবে, সেটা সংস্থার ওয়েবসাইট থেকে জানা যাবে৷ সংস্থার মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা ট্র্যাভেল এজেন্ট মারফত টিকিট কাটা যাবে৷ তবে গ্রুপ ডিসকাউন্ট বা শিশুদের বুকিংয়ের এই অফারে মিলবে না৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়া সত্ত্বেও আগামী ২৪ নভেম্বর পর্যন্ত পুরনো নোট ‘গো এয়ার’ টিকিট কাউন্টারে নেওয়া হবে৷ তবে টিকিট একবার কাটলে বাতিল করা বা পাল্টানো যাবে না৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য মিলবে ‘গো এয়ার’ ওয়েবসাইটে৷

The post পুরনো নোটে ৭৩৬ টাকায় বিমানে চেপে বেড়ানোর সুযোগ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement