shono
Advertisement
Gold jwellery

ফের টার্গেট সোনার দোকান! মাদুলি কিনতে গিয়ে লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট

হুগলির চণ্ডীতলার সোনার দোকানের সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে।
Published By: Paramita PaulPosted: 02:02 PM Jun 30, 2024Updated: 02:02 PM Jun 30, 2024

সুমন করাতি, হুগলি: ফের টার্গেট সোনার দোকান। এবার ক্রেতা সেজে ঢুকে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীদের। শনিবার হুগলির চণ্ডীতলার সোনার দোকানের সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে চণ্ডীতলার বরতাজপুরের একটি গয়নার দোকানে আসেন দুই যুবক। তাঁরা মাদুলি কিনতে চান। দোকানদার যখন তাঁদের মাদুলি দেখানোর জন্য ব্যস্ত, তখনই দুজন গয়নাগাটি নাড়াঘাঁটা শুরু করেন। সেই সময় দোকানে ক্রেতাদের তেমন ভিড় ছিল না। সেই সুযোগকে কাজে লাগান দুজন। এক জন দোকানে থাকা কর্মীকে রুপোর মাদুলি দেখাতে বলেন। তার পর একটার পর একটা গয়না দেখতে শুরু করেন। অন্য জন ততক্ষণে গিয়ে দাঁড়িয়েছেন দোকানের গেটের সামনে। ড্রয়ার খুলে গয়না দেখতে দেখতে আচমকা সোনার আংটি, হার ইত্যাদি নিয়ে দুজন দৌড় দেন বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য দেখা গিয়েছে।

[আরও পড়ুন: হজম করতে হয়েছে সমালোচনা, রোহিত-দ্রাবিড়ের ৩ বিতর্কিত সিদ্ধান্তই জেতাল বিশ্বকাপ]

দোকানমালিক জাকির হোসেন বলেন, "আমি তখন দোকানে ছিলাম না। আমার ছেলে (শেখ জিশান) একাই ছিল দোকানে। ও কিছু বোঝার আগেই সোনার চেন,আংটি পকেটে ভোরে চম্পট দেয় দুই দুষ্কৃতী। দুজনেই হিন্দিতে কথা বলছিল। আমাদের মনে হচ্ছে ভিন্‌রাজ্যের বাসিন্দা হতে পারে ওরা। এলাকায় আগে দেখিনি।" তাঁর দাবি, প্রায় আড়াই লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। হুমকি দিয়ে দোকান লুট করেছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘কে নায়ক নন বলুন তো?’, ভারতের জয়ে মতি নন্দীর উপন্যাসের কথা মনে করালেন রূপম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের টার্গেট সোনার দোকান।
  • এবার ক্রেতা সেজে ঢুকে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীদের।
  • শনিবার হুগলির চণ্ডীতলার সোনার দোকানের সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে।
Advertisement