shono
Advertisement

৭৫ বছরের সাধারণতন্ত্রে কুচকাওয়াজের নানা রূপ গুগল ডুডলে, শিল্পী কে জানেন?

এবার শৌর্য সমরে নারীশক্তির জয়জয়কার কর্তব্যপথে।
Posted: 02:14 PM Jan 26, 2024Updated: 02:15 PM Jan 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৫০ সালে দেশে কার্যকর হয়েছিল সংবিধান। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারতের। সেই বছর থেকে বিশেষভাবে উদযাপন করা হয় ২৬ জানুয়ারি দিনটি। গত ৭৫ বছরে কীভাবে দিল্লির রাজপথে কুচকাওয়াজের চেহারায় বদল এসেছে, শুক্রবার ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে সে ছবিই ফুটে উঠল গুগল ডুডলে।

Advertisement

নারীদিবস থেকে দুর্গাপুজো, স্বাধীনতা দিবস থেকে মনীষীদের জন্মদিন- নানা পরবে নানাভাবে সেজে ওঠে গুগল ডুডল। শুক্রবারও তার ব্যতিক্রম হল না। দেশের ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজের বদলে যাওয়া রূপ ধরা পড়ল। গুগল সার্চ ইঞ্জিন খুলতেই এদিন চোখে পড়ছে তিন ধরনের স্ক্রিন। একটি পুরনো সাদা-কালো টিভি, তারপর রঙিন টেলিভিশন সেট এবং সবশেষে মোবাইল ফোন। কোন স্ক্রিনে প্যারেডের কী রূপ তা বোঝানোর চেষ্টা হয়েছে এখানে। ডুডলে ক্লিক করলে যে পেজে পৌঁছে যাবেন, সেখানে সাধারণতন্ত্র দিবসের গুরুত্ব এবং এই ডুডলের নেপথ্য শিল্পীর যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

 

[আরও পড়ুন: ৬ বছরে প্রথমবার, ইটালির তারকার কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় জকোভিচের]

১৯৫০ সাল থেকে প্রত্যেক ২৬ জানুয়ারি সকালে টিভির পর্দায় দেখা যায় এই বিশেষ কুচকাওয়াজ। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির নাম বদলেছে, বদলে গিয়েছে দিল্লির রাজপথের নামও, এমনকী কুচকাওয়াজের সঙ্গে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব যুদ্ধের সরঞ্জাম ও বিমান ও মিসাইল। তবে বর্ণাঢ্য কুচকাওয়াজ নিজের ঐতিহ্যে অমলিন। এবার ডুডলে বৃন্দা জাভেরি সেই বিষয়টিকেই তুলে ধরেছেন।

গত বছর কাগজ কেটে কেটে প্যারেড, রাষ্ট্রপতিভন, ইন্ডিয়া গেট ইত্যাদি দেখানো হয়েছিল ডুডলে। এবারের স্বাদ ভিন্ন। উল্লেখ্য, এবার শৌর্য সমরে নারীশক্তির জয়জয়কার কর্তব্যপথে। বিশ্ব দেখল ভারতীয় গণতন্ত্রের শক্তি।

[আরও পড়ুন: INDIA থেকে ফের NDA-তে! বিহারে আবারও বিজেপির হাত ধরে মুখ্যমন্ত্রী নীতীশ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement