shono
Advertisement

Breaking News

গুগলজুড়ে আজ ফুচকার বন্যা! কীভাবে খেলবেন মজার এই গেম? চটপট জেনে নিন

কেন আজকে এই রূপে সেজেছে গুগল ডুডল?
Posted: 02:05 PM Jul 12, 2023Updated: 02:05 PM Jul 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ফুচকার ভক্ত? তেঁতুলজলে ফুচকা ডুবিয়ে মুখে ভরতে দেখলেই জিতে দল আসে? তাহলে আজ, অর্থাৎ বুধবার গুগল সার্চ ইঞ্জিনে ঢুঁ মারতে ভুলবেন না। কারণ এদিন গুগলজুড়ে ফুচকার বন্যা! ব্যাপারটা কী? আসলে ফের ডুডলে চমক দিয়েছে গুগল। ফুচকাপ্রেমীদের জন্য এদিন ডুডলে আকর্ষণীয় গেম খেলার সুযোগ করে দিচ্ছে গুগল।

Advertisement

ফুচকা। ভিনরাজ্যে এই খাবারের নামও ভিন্ন। অনেকেই একে ডাকে পানি পুরি নামে। ২০১৫ সালে এই পানি পুরির সৌজন্যেই বিশ্ব রেকর্ডের সোনার বইয়ে নাম লিখিয়েছিল ইন্দোরের একটি দোকান। সেবার এই দোকানটি মোট ৫১ স্বাদের পানি পুরি তৈরি করে নজির গড়েছিল। এবার গুগল আপনাকেও সেই সুযোগ করে দেবে নানা স্বাদের পানি পুরি বা ফুচকা ক্রেতাদের হাতে তুলে দেওয়ার। আলু, মটরশুটি, মশলা, লঙ্কা দিয়ে মেখে জিভে জল আনা ফুচকা নিজেই পরিবেশন করতে পারবেন।

[আরও পড়ুন: ইডির দায়িত্বে যিনিই থাকুন, দুর্নীতিগ্রস্তদের রেহাই নেই! শাহর মন্তব্য ‘প্রচ্ছন্ন হুঁশিয়ারি’, বলছেন বিরোধীরা]

এবার নিশ্চয়ই জানতে চাইবেন কীভাবে এই স্পেশ্যাল গেমটি খেলবেন? চলুন জেনে নেওয়া যাক।

  • ওয়েব ব্রাউজারে www.google.com পেজটি খুলে ফেলুন।
  • সার্চ বারের উপরে স্ক্রিনে ভেসে উঠবে ডুডল। যেখানে থাকবে একটি প্লে বাটন।
  • এরপরই আপনাকে দেখাবে দুটি মোড: টাইমড এবং রিল্যাক্সড। পছন্দ মতো অপশন বেছে নিন।
  • এবার সঠিক ফ্লেভারের পানি পুরির উপর ক্লিক করে ক্রেতাদের হাতে তুলে দিতে হবে।
  • যত সঠিক ক্লিক করবেন,তত বেশি পয়েন্ট পাবেন।

মাঝে মধ্যেই ডুডল (Google Doodle) বদলে ফেলে চমক দেয় গুগল। কখনও ফুটে ওঠে কোনও উৎসবের দৃশ্য তো কখনও শ্রদ্ধা জানানো হয় কিংবদন্তিকে। আবার এই ডুডলেই নানারকম খেলার সুযোগও পান ইউজাররা। এবার ফুচকার নানা স্বাদ নিয়ে হাজির গুগল।

[আরও পড়ুন: আমেরিকাকে হুঁশিয়ারি দেওয়ার পরই জাপান সাগরে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement