shono
Advertisement

গুগল প্লে স্টোর থেকে উধাও হচ্ছে জনপ্রিয় ১০টি অ্যাপ! জানুন খুঁটিনাটি

কেন এহেন শাস্তির মুখে পড়ল অ্যাপগুলি?
Posted: 07:31 PM Mar 01, 2024Updated: 07:43 PM Mar 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাইডলাইন অমান্য করেছে। এমন অভিযোগেই জনপ্রিয় ১০টি অ্যাপকে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে গুগল (Google)।

Advertisement

গুগলের তরফে জানা গিয়েছে, ১০টি অ্যাপের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তোলে গুগল। জানানো হয়েছিল, প্লে স্টোরের পরিষেবার জন্য এই ডেভেলপাররা গুগলকে কোনওরকম অর্থ দেয়নি। বকেয়া মেটানোর জন্য তাদের অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেও পর কোনও সাড়া দেয়নি অ্যাপগুলি। আর সেই কারণেই এবার নাকি চরম সিদ্ধান্ত নিতে চলেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা।

[আরও পড়ুন: প্রোটোকল মেনে রাজভবনে মোদির সঙ্গে সাক্ষাৎ মমতার, ‘গল্প করলাম’, বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী]

গুগল একটি পোস্ট করে জানিয়েছে, “বর্তমানে গুগল প্লে স্টোরের সঙ্গে যুক্ত দুই লক্ষেরও বেশি ভারতীয় ডেভেলপার। তারা প্রত্যেকেই আমাদের পলিসি মেনে চলে। আমরা যে একটি নিরাপদ প্ল্যাটফর্ম, সেই সত্যতা বজায় রাখতেই এই পলিসি মেনে চলতে বলা হয়। কিন্তু অতিরিক্ত সময় দেওয়ার পরও ১০টি কোম্পানি প্লে স্টোরকে কোনও বকেয়া অর্থ দেয়নি। যদিও অন্য অ্যাপ স্টোরের পেমেন্ট পলিসি মেনেই কাজ করেছে তারা।”

এর পরই গুগল জানায়, এই ডেভেলেপারদের তিন বছরেরও বেশি সময় দেওয়া হয়েছে যাতে তারা গাইডলাইন মেনে চলে। এমনকী সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরও অতিরিক্ত তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও নিয়ম মানেনি তারা। সেই কারণেই এধরনের সিদ্ধান্তের পথে এগোতে হচ্ছে। কিন্তু এই অ্যাপগুলির থেকে ঠিক কত পরিমাণ অর্থ পেত প্লে স্টোর, তা গুগলের তরফে প্রকাশ্যে আনা হয়নি। ভারত ম্যাট্রিমনি-সহ একাধিক ম্যাট্রিমনি অ্যাপগুলি নিয়মভঙ্গ করেছে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: লোকসভায় দিদির চমক ‘দিদি নম্বর ১’ রচনা! ভোটে প্রার্থী হচ্ছেন? মুখ খুললেন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement