shono
Advertisement

Breaking News

‘ফের জওয়ানদের আত্মত্যাগ নিয়ে রাজনীতি!’, পুঞ্চ হামলায় কেন্দ্রকে খোঁচা বিরোধীদের

পুঞ্চে জঙ্গি হামলায় শহিদ ৫ জওয়ান।
Posted: 02:03 PM Dec 22, 2023Updated: 12:22 PM Dec 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহিদের রক্তে ভিজেছে কাশ্মীর (Kashmir) উপত্যকা। বৃহস্পতিবার পুঞ্চে জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন ৫ সেনা জওয়ান। এই ঘটনায় ফিরেছে পুলওয়ামার (Pulwama) স্মৃতি। আর এই ঘটনায় বিরোধীদের খোঁচা, সরকার ‘ঘুমন্ত’।

Advertisement

শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত জানাচ্ছেন, ”পুঞ্চের জঙ্গি হামলা (Poonch terror attack) পুলওয়ামা হামলারই পুনরাবৃত্তি। সরকার ঘুমচ্ছে। আপনারা ফের আমাদের জওয়ানদের আত্মত্যাগ নিয়ে রাজনীতি করতে চাইছেন? ২০২৪ সালেও পুলওয়ামা ইস্যুতে ভোট চাইবেন? পুঞ্চের ঘটনা নিয়ে প্রশ্ন করলেই ওঁরা আমাদের দিল্লি অথবা দেশের বাইরে ছুড়ে ফেলে দেবেন।”

[আরও পড়ুন: ঝাড়খণ্ডে ফের মাও হানা, রেললাইন ওড়াল নকশালরা, হাওড়া-মুম্বই শাখায় ব্যাহত ট্রেন চলাচল]

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার কথায়, ”ওঁরা বলেন ৩৭০ ধারাই সন্ত্রাসবাদের জন্য দায়ী। এখনও কিন্তু সন্ত্রাস রয়ে গিয়েছে। কর্নেল ও ক্যাপ্টেনের মতো অফিসাররা কাশ্মীরে মারা যাচ্ছেন। রোজ কোথাও না কোথাও বোমা ফাটছে। সন্ত্রাস তাহলে শেষ হয়নি? অথচ বিজেপি প্রচার করে চলেছে সন্ত্রাস নাকি শেষ হয়ে গিয়েছে।” একই সুর শোনা গিয়েছে গুলাম নবি আজাদ ও মেহবুবা মুফতির মতো বিরোধী নেতা-নেত্রীদেরও কণ্ঠে। সব মিলিয়ে বিরোধীদের সমালোচনায় কাঠগড়ায় মোদি সরকার।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল ৩.৪৫ নাগাদ পুঞ্চে সেনার ট্রাকে আচমকাই গুলিবৃষ্টি করতে থাকে জঙ্গিরা। এই হামলায় শহিদ হয়েছেন ৫ সেনা জওয়ান। ঘটনায় নেমেছে শোকের ছায়া। হামলার পরই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা। প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সেনা জওয়ান। সেই মর্মান্তিক ঘটনার কথাই যেন মনে করাল পুঞ্চ।

[আরও পড়ুন: ক্ষোভে ছেড়েছিলেন ইন্ডিয়া বৈঠক! রাগ ভাঙাতে নীতীশকে ফোন রাহুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement