সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রলয় বর্ষণ থেমেছে ঠিকই, তবে এ বিরতি ক্ষণিকের। নতুন করে আরও বড় বিপর্যয়ের প্রমাদ গুনছে গুজরাট। আরব সাগরের তীর লক্ষ্য করে দ্রুত গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আসনা'। যার জেরে রবিবার থেকে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে রিপোর্ট বলছে, গত বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টি ও বন্যার জেরে গুজরাটের একাধিক জেলায় ৪৫ জনের মৃত্যু হয়েছে।
রবিবার আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বর্তমানে গুজরাটের নালিয়া উপকূল থেকে ৬৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগরের উপর রয়েছে 'আসনা'। ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক ধরে। সমুদ্রে ঝড়টির গতিবেগ গত ৬ ঘণ্টায় ১৩ কিলোমিটার। বর্তমানে এটির অবস্থান উত্তরে ২৩.২ ডিগ্রি ল্যাটিটিউড এবং পূর্বে ৬২.৬ ডিগ্রি ল্যাটিটিউডে। ১ সেপ্টেম্বর সন্ধের মধ্যে এটি ধীরে ধীরে দুর্বল হতে পারে। যার জেরে গুজরাট-সহ একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।
[আরও পড়ুন: ঝাড়খণ্ডে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দৌড়তে গিয়ে মৃত ৮! কাঠগড়ায় হেমন্ত সোরেনের সরকার]
আইএমডি জানিয়েছে, এদিন গুজরাট তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ, মারাঠাওয়াড়া, উপকূলবর্তীয় অন্ধ্রপ্রদেশ, উত্তর কর্ণাটক, দক্ষিণ কর্ণাটক এবং রায়লসীমায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এদিকে গুজরাটের রিপোর্ট বলছে, গত বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টি ও বন্যার জেরে গুজরাটের একাধিক জেলায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে ভারী বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায়। এদিকে বন্যার জেরে মৃতের তালিকায় গুজরাটের জামনগর রয়েছে সবার উপরে। এখনও পর্যন্ত এখানে ৭ জনের মৃত্যু হয়েছে। আহমেদাবাদ ও আনন্দ জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার পর্যন্ত। বন্যা বিধ্বস্ত গুজরাটে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ।
[আরও পড়ুন: মহারাষ্ট্র নির্বাচনে চাই ৬০ আসন! অজিতের দাবি ঘিরে অস্বস্তিতে বিজেপি]
গুজরাটের পাশাপাশি প্রবল বৃষ্টিপাতের কারণে অন্ধ্রপ্রদেশে ভূমিধসে ৮ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় আসনার কারণে কর্ণাটক ও গুজরাটের উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।