shono
Advertisement

Breaking News

বক্তৃতা দিতে গিয়ে মঞ্চেই লুটিয়ে পড়লেন গুজরাটের মুখ্যমন্ত্রী, পজিটিভ করোনা রিপোর্ট

হাসপাতালে ভরতি বিজয় রুপাণি, রয়েছে মৃদু উপসর্গ।
Posted: 06:07 PM Feb 15, 2021Updated: 06:17 PM Feb 15, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার করোনার (Corona Virus) কবলে গুজরাটের (Gujrat) মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি (Vijay Rupani)। সোমবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত আহমেদাবাদের (Ahmedabad) এক সরকারি হাসপাতালে ভরতি তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, মৃদু উপসর্গ রয়েছে রূপাণির শরীরে। বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

Advertisement

সামনেই গুজরাটের স্থানীয় নির্বাচন। তার আগে প্রচারের জন্য গত রবিবার ভদোদরায় একটি জনসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখানেই মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার সময় আচমকা মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হেলিকপ্টারে করে তাঁকে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদে। সেখানকার ইউএন মেহতা হাসপাতালে (UN Mehta Hospital) ভরতি করা হয় ৬৪ বছর বয়সী বর্ষীয়ান নেতাকে। এরপরই রবিবার রাতে তাঁর লালরস সংগ্রহ করে RT-PCR টেস্টের জন্য পাঠানো হয়। সোমবার সেই রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল থেকে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে সেকথা জানানো হয়।

[আরও পড়ুন: করোনা যুদ্ধে মেক্সিকোকে সাহায্য ভারতের, বন্ধুত্ব অটুট রেখে পাঠানো হল কোভিশিল্ড]

ভদোদরার বিজেপি নেতা ডঃ বিজয় শাহ সংবাদসংস্থা পিটিআইকে এই ঘটনা প্রসঙ্গে জানান, “বিজয় রূপাণি স্টেজে পড়ে গিয়েছিলেন। প্রাথমিকভাবে তাঁর শুশ্রূষা করা হয়। পরবর্তীতে নিজেই স্টেজ থেকে হেঁটে গাড়িতে ওঠেন।” এদিকে পরবর্তীতে সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে হাসপাতালের ডিরেক্টর জানান, “আপাতত স্থিতিশীল রয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ইসিজি, সিটি স্ক্যান-সহ সমস্ত রিপোর্টই ঠিকঠাক রয়েছে। চিন্তার কোনও কারণ নেই।” 

গুজরাট মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে তাঁর বক্তৃতা দেওয়ার ভিডিওটি রয়েছে। সেটির শেষদিকে দেখা যায়, মঞ্চে বক্তৃতা দিতে দিতে আচমকাই মাথা ঘুরিয়ে পড়ে যান রূপাণি। তাঁর দেহরক্ষী এবং স্টেজে উপস্থিত বাকিরা অবশ্য সঙ্গে সঙ্গেই তাঁকে ধরে নেন। 

[আরও পড়ুন: ‘নেপাল-শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়বে বিজেপি’, ফের বিতর্কিত মন্তব্য বিপ্লব দেবের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement