shono
Advertisement

পরকীয়ার পরিণতি! স্ত্রীকে খুনের পর দেহের পাশে বসে ভিডিও! WhatsApp-এও শেয়ার অভিযুক্তর

অভিযুক্তের দাবি, সন্তানের পরীক্ষা শেষে আলোচনার আশ্বাস দিয়েছিল সে। তবে প্রেমিকের সঙ্গে ঘর ছাড়তে মরিয়া হয়ে উঠেছিলেন বধূ।
Posted: 12:03 PM Feb 28, 2024Updated: 12:03 PM Feb 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর বন্ধুর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন বধূ। পরিণতি হল মর্মান্তিক। মহিলাকে খুনের পর দেহের পাশে বসে ভিডিও করে স্বামী। যা শেয়ার করলেন হোয়াটস অ্যাপ গ্রুপে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গুজরাটের রাজকোটে।

Advertisement

জানা গিয়েছে গুজরাটের রাজকোটের বাসিন্দা অম্বিকা জিরোলি। তাঁর স্বামী গুরুপা। পুলিশ সূত্রে খবর, ওই দম্পতির দুই সন্তান। একটি ছেলে, একটি মেয়ে। মঙ্গলবার সকালে ঘরেই স্ত্রীকে খুন করে গুরুপা। এর পরই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ভিডিও শেয়ার করে। সেখানেই জানায় স্ত্রীর পরকীয়া ও দাম্পত্য কলহের কথা। অভিযুক্তের দাবি, তারই বন্ধুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন স্ত্রী। যা জানাজানি হওয়ার পরই সমস্যার সূত্রপাত। এক পর্যায়ে প্রেমিকের সঙ্গে ঘর ছাড়তে মরিয়া হয়ে ওঠেন অম্বিকা। এদিকে স্ত্রীকে নিজের কাছে রাখতে চাইছিলেন যুবক। কারণ হিসেবে জানিয়েছিলেন সন্তানের বোর্ড পরীক্ষা।

[আরও পড়ুন: কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী, লোকসভার আগেই বিজেপিতে যোগ? নিজেই দিলেন ইঙ্গিত]

অভিযুক্তের দাবি, পরীক্ষা শেষের পর আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিল সে। কিন্তু সে কথা মানতে চাননি অম্বিকা। সেই রাগেই স্ত্রীকে খুন করে বলে ভিডিওয়ে জানায় অভিযুক্ত। এখানেই শেষ নয়। নিজেই খবর দেন পুলিশে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘সন্দেশখালিতে ১৭৪ ধারা চলছে’, বেফাঁস মন্তব্যে নেটপাড়ায় ট্রোলড নুসরত জাহান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement