shono
Advertisement

বিকল বন্দুক! মুখের ‘ঠাঁই ঠাঁই’ শব্দে এনকাউন্টার সারল যোগীর পুলিশ

দেখুন সেই ভিডিও৷ The post বিকল বন্দুক! মুখের ‘ঠাঁই ঠাঁই’ শব্দে এনকাউন্টার সারল যোগীর পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:21 PM Oct 14, 2018Updated: 01:21 PM Oct 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গলের ভিতর ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে অপরাধী৷ গোপন সূত্রে খবর পৌঁছল পুলিশ৷ দাগী অপরাধীকে তো আর ছেড়ে দেওয়া যাবে না৷ তাকে ধরতে ঘিরে ফেলা হল গোটা জঙ্গল৷ তাকে গ্রেপ্তার করতে হাজির দুঁদে আধিকারিকরা৷ হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সকলেই৷ কিন্তু আচমকাই বিকল বন্দুক!  তারপর পুলিশ যা করল, তা দেখে মনে হতেই পারে কোনও কমেডি সিনেমা দেখছেন৷

Advertisement

[‘দক্ষিণ ভারতের চেয়ে পাকিস্তান বেশি মধুর’, ফের বিতর্কিত মন্তব্য সিধুর]

উত্তরপ্রদেশের সম্বলে এনকাউন্টারের ছক কষেছিল পুলিশ আধিকারিকরা৷ ধরপাকড়ের হাত থেকে বাঁচতে অপরাধী আশ্রয় নিয়েছিল জঙ্গলে৷ কিন্তু পুলিশের হাত থেকে রেহাই মিলবে! এতই সহজ! গোপন সূত্রে খবর পৌঁছায় পুলিশের কাছে৷ ব্যস, আর রক্ষা নেই৷ অপরাধীকে ধরতে বিশাল পুলিশবাহিনী পৌঁছায় ওই জঙ্গলে৷ কড়া প্রহরায় ঘিরে ফেলে গোটা এলাকা৷ পুলিশও তৈরি৷ সেই সময় আচমকাই বিকল বন্দুক!  কিন্তু তাই বলে কি অপরাধী হাতছাড়া হবে? বন্দুক কাজ করছে না তো কি? মুখ দিয়েই ‘ঠাঁই, ঠাঁই’ শব্দ করলেন আধিকারিকরা৷ অপরাধীকে ধরতে গিয়ে মুখে বন্দুকের শব্দ কেন করল পুলিশ, তা নিয়েই রীতিমতো শুরু হয়েছে আলোচনা৷

[ভোটের আগে ধাক্কা, বিজেপিতে যোগ দিলেন হেভিওয়েট কংগ্রেস নেতা]

যদিও পুলিশের দাবি, অপরাধীদের গ্রেপ্তার করাই তাঁদের লক্ষ্য৷ মানসিক চাপ না থাকলে, অনেক সময়ই  তাঁরা আত্মসমর্পণ করে৷ তাই বন্দুক খারাপ হয়ে যেতে মুখ দিয়ে ‘ঠাঁই ঠাঁই’ শব্দ করেন আধিকারিকরা৷ তবে নিন্দুকরা একথা শুনতে নারাজ৷ পুলিশের কীর্তি দেখে অবাক সকলেই৷ ভিডিও ভাইরাল হওয়া মাত্রই চতুর্দিকে পড়েছে হাসির রোল৷ যতই সমালোচনার ঝড় উঠুক না কেন, অবশেষে অপরাধীকে গ্রেপ্তার করেছেন পুলিশ আধিকারিকরা৷

The post বিকল বন্দুক! মুখের ‘ঠাঁই ঠাঁই’ শব্দে এনকাউন্টার সারল যোগীর পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement