shono
Advertisement

Breaking News

পাকিস্তানেই সম্ভব! বিশেষ নিরাপত্তায় নমাজ পড়ল ‘জঙ্গি’হাফিজ সইদ

সন্ত্রাস ইস্যুতে পাক দ্বিচারিতা আবার স্পষ্ট৷
Posted: 11:45 AM Jun 17, 2018Updated: 12:15 PM Jun 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে বরাবরই দ্বিচারিতা করে এসেছে পাকিস্তান। তাদের দেশেই সযত্নে লালিত-পালিত হচ্ছে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীরা। কোনও দিনই তা স্বীকার করেনি তারা। এমনকী ভারত একাধিক প্রমাণ দেওয়া সত্ত্বেও তারা মানতে চায়নি, তাদের মদতেই এদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে লস্কর, হিজবুল, জইশের মতো জঙ্গি গোষ্ঠীগুলি। আন্তর্জাতিক মহলেও এই নিয়ে একাধিকবার অস্বস্তির মুখে পড়তে হয়েছে তাদের। কিন্তু চরিত্র বদলায়নি। আবারও যার প্রমাণ পাওয়া গেল৷ যে হাফিজ সইদ-কে সন্ত্রাসবাদী এবং তার সংগঠন জামাত-উদ-দাওয়াকে জঙ্গি সংগঠন ঘোষণা করেছিল পাকিস্তান, ইদের দিন সেই সইদকেই সর্বসমক্ষে নমাজ পড়তে দেখা গেল। অথচ, নির্বাক হয়ে রইল পাক প্রশাসন।

Advertisement

[চিনের পথেই বদ মেজাজি ট্রাম্পকে মোক্ষম জবাব ভারতের]

পবিত্র ইদ উপলক্ষে, শনিবার পাকিস্তানের কোয়াদ্দাফি স্টেডিয়ামে সকলের সঙ্গে প্রার্থনায় যোগ দিয়েছিল বিশ্বের এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি। এখানেই শেষ নয়, তার নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয়েছিল কড়া প্রহরারা। নিয়োগ করা হয়েছিল অতিরিক্ত পুলিশ। নমাজ পাঠের পরে আবারও ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে শোনা গিয়েছে মুম্বই হামলার অন্যতম এই মূলচক্রীকে। রমজানের মধ্যেও কাশ্মীরকে উত্তপ্ত করে রেখেছে পাক সেনা, আইএসআইয়ের মদতপুষ্ট জঙ্গি সংগঠন ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। তাদের পূর্ণ সমর্থনের দাবি জানিয়েছে সইদ। অর্থাৎ রমজানের পরেও যাতে একই ভাবে কাশ্মীরে অশান্তির পরিবেশ বজায় থাকে সে ব্যাপারে উস্কানি দিতে শোনা গিয়েছে তাকে৷

[মস্কোয় পথ দুর্ঘটনায় ছড়াল আতঙ্ক, আহত দুই ফুটবল সমর্থক-সহ ৮]

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে হাফিজ সইদ৷ মুম্বই হামলায় তার যোগ থাকার স্পষ্ট প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত৷ কিন্তু তাতে কোনও ভাবেই কর্ণপাত করেনি পাকিস্তান৷ বরং বরাবরই সইদকে নিরাপত্তা নিয়ে এসেছে পাক প্রশাসন৷ ২০১৪-তেই সইদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর আ্যাখ্যা দিয়েছে আমেকিরা৷ তার মাথার দাম ধার্য হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলার৷ সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের উপরে এতটাই বীতশ্রদ্ধ আমেরিকা যে, বছরের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় তাদের সমস্ত রকমের আর্থিক সুবিধা প্রদান৷ এরপরেই হাফিজ সইদকে তাড়াতাড়ি জঙ্গি তকমা দেয় পাকিস্তান৷ তার সংগঠন, জামাত-উল-দাওয়াকেও বেআইনি ঘোষণা করা হয়৷ তবে একজন সন্ত্রাসবাদী কেমন ভাবে জনসমক্ষে নামাজ পড়তে পারে এবং কেনই বা তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করছে পাক প্রশাসন, এই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement