সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া কৃতিত্ব অর্জন করল হলদিয়া পেট্রোকেমিক্যালস (Haldia Petrochemicals)। দেশের শীর্ষস্থানীয় সংস্থাটি দেশের প্রথম বিএসআই আইএসও ২৭০০১: ২০২২ পেট্রোকেমিক্যাল সংস্থার স্বীকৃতি পেল। সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মুখ্য তথ্য আধিকারিক সুমিত দাশগুপ্ত জানিয়েছেন, এই স্বীকৃতি নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল পরিবেশ তৈরিতে সাহায্য করবে।
২০১৪ সালে বড়সড় সমস্যায় পড়তে হয়েছিল সংস্থাটিকে। কিন্তু ম্যানেজমেন্টের পরিবর্তনের পর রাতারাতি ঘুরে দাঁড়িয়েছিল তারা। চ্যাটার্জি গ্রুপের হাতে দায়িত্বভার যাওয়ার পরে নতুন নতুন ক্ষেত্রে যেমন বিনিয়োগ করা হয়েছে, তেমনই রাসায়নিকের মতো ক্ষেত্রে বাণিজ্যে বিপুল উন্নতি হয়েছে। এবার সংস্থাটি স্পর্শ করল নয়া মাইলফলক।
[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনে থাকবেন আডবাণী, দায়িত্ব নিল বিশ্ব হিন্দু পরিষদ]
উল্লেখ্য, বাংলায় আবার লগ্নি করছে হলদিয়া পেট্রোকেমিক্যালস। ২০২২-২৩ অর্থবর্ষে ৯৯৯ কোটি টাকা লাভের মুখ দেখেছে সংস্থাটি।