সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বৃহত্তম ফেনল প্লান্ট তৈরি করবে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড। বুধবার শিলান্যাস হল এই প্রকল্পের। ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই এটির কাজ সম্পূর্ণ হবে। এই প্লান্টে তৈরি হবে প্রপিলিন। এই ধরনের কারখানা ভারতে এই প্রথম, যেখানে ওলিফিন কনভার্শন টেকনোলজির ভিত্তিতে প্রপিলিন তৈরি হবে।
বুধবার শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইও নবনীত নারায়ণ, হেড প্লান্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় ভাটনগর, হেড ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চৌধুরী প্রমুখ।
[আরও পড়ুন: রাস্তার মধ্যে অর্জুনজয়ীর ক্ষতবিক্ষত দেহ, খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে আততায়ী]
মনে করা হচ্ছে, এই নয়া লগ্নি আগামী দিনে বিনিয়োগ আরও বাড়াবে। সব মিলিয়ে কর্মসংস্থানও বাড়বে এর ফলে। সব মিলিয়ে এটি নিঃসন্দেহে সংস্থার উচ্চাভিলাসী এক প্রকল্প। প্রসঙ্গত, ২০১৪ সালে বড়সড় সমস্যায় পড়তে হয়েছিল সংস্থাটিকে। কিন্তু ম্যানেজমেন্টের পরিবর্তনের পর রাতারাতি ঘুরে দাঁড়িয়েছিল তারা। চ্যাটার্জি গ্রুপের হাতে দায়িত্বভার যাওয়ার পরে নতুন নতুন ক্ষেত্রে যেমন বিনিয়োগ করা হয়েছে, তেমনই রাসায়নিকের মতো ক্ষেত্রে বাণিজ্যে বিপুল উন্নতি হয়েছে।