সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ সপ্তাহ হয়ে গেল হামাস জঙ্গি গোষ্ঠী বনাম ইজরায়েলের রক্তক্ষয়ী লড়াইয়ের। প্যালেস্টাইনে অন্তত ২০০ পণবন্দি রয়েছেন হামাসের অধীনে। অবশেষে তাঁদের মধ্যে থেকে দু’জন মার্কিন মহিলাকে মুক্তি দিল তারা। যা থেকে ইঙ্গিত স্পষ্ট, এর পর আরও অনেককে ছাড়া হবে।
ইজরায়েলে ফিরে এসেছেন হামাসের হাতে পণবন্দি থাকা জুডিথ তাই রানান ও তাঁর মেয়ে নাটাইল শোশানা। তবে কী শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে তা এখনও জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সংবাদে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। মুক্তি পাওয়া দুই মহিলার সঙ্গে ফোনে কথাও বলেছেন তিনি।
[আরও পড়ুন: বিনা ভিসাতেই যাওয়া যাবে মার্কিন মুলুকে! ‘বন্ধু’ ইজরায়েলকে সুখবর শোনাল আমেরিকা]
এদিকে হামাসের (Hamas) তরফে জানানো হয়েছে, তারা কাতার ও ইজিপ্টের সঙ্গে কথা চালাচ্ছে। এবং একে এখে অন্য নাগরিকদেরও মুক্তি দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করছে। গত সপ্তাহ থেকেই গাজায় (Gaza) অভিযান শুরু করেছে ইজরায়েলি ফৌজ। পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে সময়সীমা বেঁধে দিয়ে দক্ষিণ গাজায় বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইহুদি দেশটি। গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছেন নেতানিয়াহু। ঘুরে দেখছেন সেনা ঘাঁটি।
এই মুহূর্তে গাজা সীমান্তে মোতায়েন করা সেনাবাহিনীর সঙ্গে দেখা করেন তিনি। নির্দেশ দেন, “জয়ের প্রস্তুতি শুরু করো। সর্বশক্তি দিয়ে জয়ী হবে ইজরায়েল।” এই মুহূর্তে গাজার গুরুত্বপূর্ণ এলাকা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েলি (Israel) ফৌজ। এই পরিস্থিতিতে পণবন্দিদের মুক্তি দিতে শুরু করল হামাস। এর মাধ্যমে কি তারা পিছু হটার ইঙ্গিত দিল। জল্পনা বাড়ছে।