সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত পণবন্দিকে ছেড়ে দিতে রাজি হামাস। তবে একটি শর্তে। এমনটাই জানিয়েছে এক সিনিয়র হামাস সদস্য। যদি ইজরায়েল গাজায় বিমান হামলা বন্ধ করে দেয় তাহলেই পণবন্দিদের ছাড়া হবে বলে জানানো হয়েছে।
এক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে। হামাসের দাবি, ইজরায়েল (Israel) হামলা থামালেই তারা সমস্ত পণবন্দিকে ঘণ্টাখানেকের মধ্যে ছেড়ে দেবে। বুধবারই গাজার এক হাসপাতালে আকাশপথে হামলায় পাঁচশোর বেশি মানুষ মারা গিয়েছেন। এই ঘটনায় হামাস (Hamas) ও তেল আভিভ পরস্পরকে দায়ী করেছে। এই পরিস্থিতিতে শর্তসাপেক্ষে পণবন্দিদের ছেড়ে দেওয়ার কথা জানাল হামাস।
[আরও পড়ুন: আকাশপথে হামলা গাজার হাসপাতালে! মৃত ছাড়াল ৫০০]
গত ৭ অক্টোবর ভোরে আচমকাই রকেট হামলা চালায় হামাস। মিনিট কুড়ির মধ্যে ৫ হাজার রকেট আছড়ে পড়ে ইজরায়েল ভূখণ্ডে। পাশাপাশি দ্রুত ওই অঞ্চলে ঢুকে পড়ে হামাস জঙ্গিরা। সেই সময়ই পণবন্দি করা হয় বহু ইজরায়েলিকে।
দেখতে দেখতে ১০ দিন পেরিয়ে গিয়েছে হামাস-ইজরায়েল লড়াইয়ের। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। এই পরিস্থিতিতে হাসপাতালে এতজনের মর্মান্তিক মৃত্যু যেন নতুন করে পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরছে।