সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা গাজা ভূখণ্ড জুড়েই ছড়িয়ে রয়েছে হামাসের সুড়ঙ্গের জাল। ধর্মস্থানেও নাকি ঘাঁটি গেড়েছে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীটি। এবার গাজার এক মসজিদের নিচে হদিশ মিলল ‘দ্য মেট্রো’ বা হামাসের সুড়ঙ্গ জালের বলে দাবি ইজরায়েলি সেনাবাহিনীর।
দ্য ইজরায়েল টাইমস সূত্রে খবর, মঙ্গলবার ইজরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফের তরফে কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে গাজার এক মসজিদের নিচে হামাস জঙ্গিদের গোপন আস্তানা দেখানো হয়েছে। এই বিষয়ে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, ইজরায়েলি সেনার দুটি ইউনিট মসজিদের নিচে হামাসের সুড়ঙ্গ পথ খুঁজে পেয়েছে। ইজরায়েল ডিফেন্স ফোর্স আরও জানিয়েছে, সোমবার গোটা রাত গাজায় অভিযান চালানো হয়েছে। গত কয়েক দিনে ২০০টির বেশি নিশানায় আক্রমণ ইজরায়েলি সেনা।
[আরও পড়ুন: গাজার হাসপাতালেই অস্ত্রভাণ্ডার তৈরি করেছে হামাস! জোরাল প্রমাণ দিয়ে দাবি ইজরায়েলের]
বলে রাখা ভালো, গত ২৭ অক্টোবর থেকে গাজার (Gaza) ভূখণ্ডে ঢুকে অভিযান চালাচ্ছে ইজরায়েল (Israel)। গুঁড়িয়ে দিচ্ছে একের পর এক হামাসের ঘাঁটি। হামলা চালানো হচ্ছে মাটির নিচেও। জানা গিয়েছে, গোটা গাজা ভূখণ্ড জুড়েই মাটির ৮০ মিটার নিচে ছড়িয়ে রয়েছে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক, যার ব্যাপ্তি কয়েকশো কিলোমিটার। ওই সব সুড়ঙ্গের ভিতরে রয়েছে বাঙ্কার, হাতিয়ার ভাণ্ডার থেকে শুরু করে নানা ধরনের ফাঁদও।
উল্লেখ্য, গত সোমবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট ইজরায়েলের সংবাদমাধ্যমে জানিয়েছেন, দীর্ঘ ১৬ বছর পর গাজার উপর নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস জঙ্গি গোষ্ঠী। তবে তেল আভিভ দাবি করলেও হামাস লড়াই চালিয়ে যাচ্ছে।