নন্দন দত্ত, সিউড়ি: দুই নাবালকের রহস্যমৃত্যু। গাছ থেকে উদ্ধার জোড়া ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বীরভূমের (Birbhum) সিউড়ি থানার মল্লিকগুন বাইপাসের কাছে। কেন এই চরম সিদ্ধান্ত, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
জানা গিয়েছে, মৃতদের একজনের নাম সঞ্জয় ঘোষ। বয়স ১৮ বছর। অপরজন সাধু কাহার। তার বয়স ১৫ বছর। সিউড়ি থানার অন্তর্গত মল্লিকগুনের বাসিন্দা তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরাবর একইসঙ্গে থাকত দুই নাবালক। দিনভর নেশা করত বলে অভিযোগ। রবিবার সকালে বাড়ি থেকে বের হয় দুই নাবালক। তার পর দীর্ঘক্ষন পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি তাঁরা। স্বাভাবিকভাবেই পরিবারের লোকেরা খোঁজখবর শুরু করে। সেই সময় এলাকার একটি গাছে মেলে দুই নাবালকের ঝুলন্ত দেহ।
[আরও পড়ুন: ত্রাণ নিয়ে গ্রামে ফের ঢুকতে ‘বাধা’, বাম প্রতিনিধি দল ও পুলিশের ধস্তাধস্তিতে উত্তপ্ত দলুয়াখাঁকি]
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত? পরিবারের সদস্যদের দাবি, বরাবরই সঞ্জয় ও সাধু একসঙ্গে থাকত। দুজনই নেশা করত। তবে এছাড়া কোনও অশান্তি ছিল কি না, তা জানা নেই বলেই দাবি পরিবারের। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলে রহস্যভেদের চেষ্টা করা হচ্ছে।