সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনটা ২২ জানুয়ারি। গোটা দেশ মেতে রামমন্দির উদ্বোধন নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রহর গুণছেন ভক্তরা। টিভি ও মোবাইলের পর্দায় চোখ এঁছেটেন সুবিশাল রামমন্দিরের সৌন্দর্যের সাক্ষী থাকতে। আর ঠিক তখনই অদ্ভুত এক কাণ্ড করে বসলেন হরভজন সিং। যাতে নেটদুনিয়ায় রীতিমতো হাসির রোল পড়ে গিয়েছে।
কী এমন করলেন ভাজ্জি (Harbhajan Singh)? আসলে তিনি অযোধ্যার নবনির্মিত রামমন্দিরের ভিডিও পোস্ট না করে সোজা এসে পৌঁছেছেন কলকাতায়। মানে ভারচুয়াল মাধ্যমে। বিষয়টি হল, গত বছর দুর্গাপুজোয় কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারে রামমন্দিরের আদলে তৈরি হয়েছিল মণ্ডপ। বিজেপি নেতা সজল ঘোষের সেই পুজোয় উপচে পড়েছিল ভিড়। মহালয়া থেকেই লম্বা লাইন পড়ে গিয়েছিল। বিজয়ার পরও যা কমেনি। সোশাল দুনিয়াতেও ভাইরাল হয়ে যায় এই মণ্ডপের নানা ছবি এবং ভিডিও। আর সেই ভিডিওটিই অযোধ্যার রামমন্দির উদ্বোধনের দিন নিজের ফেসবুকে শেয়ার করেন প্রাক্তন ভারতীয় স্পিনার। সঙ্গে লেখেন, “জয় শ্রীরাম।”
[আরও পড়ুন: MBBS ভর্তি মামলা: স্থগিতাদেশের মৌখিক নির্দেশ অগ্রাহ্য, FIR-এর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]
এর পর থেকেই নানা মন্তব্যে ভরতে থাকে ভাজ্জির কমেন্ট বক্স। অনেকেই তাঁকে মনে করিয়ে দেন যে এই ভিডিওটি কলকাতার পুজো মণ্ডপের। আসল রামমন্দিরের নয়। কেউ কেউ আবার কটাক্ষের সুরে বলেন, তিনি তো অযোধ্যায় যাননি। রামমন্দির দেখার সুযোগও পাননি। তাই ভুল করে বসেছেন।
দিন তিনেক কেটে গেলেও ভিডিওটি ডিলিট করেননি হরভজন। এমনকী নানা ধরনের কটাক্ষের বিরুদ্ধে মুখও খোলেননি। তবে তাঁর হয়ে জবাব দিয়েছেন তাঁর অনুরাগীরাই। অনেকে বলছেন, ভাজ্জি তো কোথাও উল্লেখ করেননি যে তিনি অযোধ্যার রামমন্দিরের ভিডিওই পোস্ট করেছেন। ২২ জানুয়ারিই ভিডিওটি পোস্ট হয়েছে বলে এনিয়ে এত কথা হচ্ছে। ভাজ্জি জেনেশুনে বিরাট কোনও অন্যায়ও করে ফেলেননি বলে দাবি অনুরাগীদের।