shono
Advertisement
Harbhajan Singh

এখনও সমান আগ্রাসী, বিরাটকেই ফের আরসিবি-র অধিনায়ক দেখতে চান হরভজন

রাহুল-গোয়েঙ্কা বিতর্কে নিয়েও মুখ খুললেন ভাজ্জি।
Published By: Arpan DasPosted: 11:04 AM May 14, 2024Updated: 04:06 PM May 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত অধিনায়কত্ব তিনি ছেড়েছেন, লম্বা সময় হয়ে গেল। আরসিবি-র (Royal Challengers Bengaluru) অধিনায়কত্বও তিনি আর করেন না। কিন্তু প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের (Harbhajan Singh) মনে হচ্ছে, বিরাট কোহলির (Virat Kohli) হাতে ফের নেতৃত্বের ব‌্যাটন তুলে দেওয়া উচিত আরসিবি-র।
এই মুহূর্তে আইপিএলে (IPL 2024) কমলা টুপির মালিক কোহলি। ১৩ ম‌্যাচের ১৩ ইনিংসে ৬৬১ রান করেছেন যিনি। দেড়শো প্লাস স্ট্রাইক রেটে। কিন্তু বিরাটের গনগনে ফর্ম সত্ত্বেও আরসিবি (RCB) শেষ পর্যন্ত প্লে অফে যাবে কি না, এখনও নিশ্চিত নয়। ‘‘আমার মতে, আরসিবি যদি প্লে অফে না যেতে পারে, তা হলে পরের বার ভারতীয় কোনও ক্রিকেটারের হাতে নেতৃত্ব তুলে দেওয়া উচিত। বিরাটকে কেন ফের ভাবা হবে না? চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির প্রভাব দেখুন। ঠিক তেমনই বিরাটও বড় অধিনায়ক। ও জানে, কী ভাবে ক্রিকেট খেলতে হবে,’’ সম্প্রচার সংস্থায় এ দিন বলে দিয়েছেন হরভজন। ‘‘তা ছাড়া বিরাট এখন খুবই আগ্রাসী ক্রিকেট খেলছে। ওর মধ্যে ভালো পারফর্ম করার খিদে দেখতে পাচ্ছি। আমি তো চাইব বিরাটের হাতে আবার আরসিবি-র নেতৃত্ব দেখতে।’’

Advertisement

[আরও পড়ুন: স্বামী রাহুলের অপমানে আথিয়ার মনেও ঝড়! ইনস্টাগ্রামে কী বার্তা দিলেন?]

সম্প্রতি লখনউ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে ভালো রকম বিতর্ক সৃষ্টি হয়েছে আইপিএলে। সানরাইজার্স হায়দরাবাদের কাছে টিম হারার পর যে ভাবে তিনি অধিনায়ক কেএল রাহুলের উপর প্রকাশ্যে ফেটে পড়েছিলেন, সেটাকে কেন্দ্র করে। হরভজনের মতে, দলের অধিনায়ক আর ম‌্যানেজমেন্টের মধ্যে মতপার্থক‌্য দেখা দেওয়া, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেটা বন্ধ দরজার ভেতরে ঘটতে পারত। ‘‘প্রকাশ্যে না হলেও ভালো হত ব‌্যাপারটা। এ সমস্ত কথাবার্তা ড্রেসিংরুমের অন্দরে হওয়া ভালো। কারণ, যে সমস্ত কথাবার্তা এখন হচ্ছে, তা টিমের জন‌্য মোটেও ভালো নয়।’’

[আরও পড়ুন: দ্রাবিড়ের চেয়ারে বসবেন কে? রোহিত-বিরাটদের হেডস্যর খুঁজতে বিজ্ঞাপন দিল বোর্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত অধিনায়কত্ব তিনি ছেড়েছেন, লম্বা সময় হয়ে গেল। আরসিবি-র অধিনায়কত্বও তিনি আর করেন না।
  • কিন্তু প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের মনে হচ্ছে, বিরাট কোহলির হাতে ফের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া উচিত আরসিবি-র।
  • বিরাটের গনগনে ফর্ম সত্ত্বেও আরসিবি শেষ পর্যন্ত প্লে অফে যাবে কি না, এখনও নিশ্চিত নয়।
Advertisement