সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের প্রথম দিন থেকেই বিতর্কের কেন্দ্রে ছিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। গ্যালারি থেকে তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। তিনি সমালোচিত হয়েছেন। রক্তাক্ত হয়েছেন। আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পাণ্ডিয়া। তবুও বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন তিনি। তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে।
হার্দিক পাণ্ডিয়া দলে সুযোগ পাওয়ায় চটেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে দুষেছেন তিনি। পাণ্ডিয়ার প্রতি বোর্ডের এহেন পক্ষপাতের নিন্দা করেছেন দেশের প্রাক্তন অলরাউন্ডার। পাঠান বলছেন, ''আগে হার্দিক পাণ্ডিয়া নেতা ছিল। কিন্তু রোহিত শর্মা টি-টোয়েন্টির জন্য দলের দায়িত্ব গ্রহণ করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে নতুন পরিকল্পনা ছিল। তরুণ দল তৈরি করাই ছিল বোর্ডের উদ্দেশ্য। পাণ্ডিয়া আর সূর্য সেই দলকে নেতৃত্ব দেবে। এরপরেও পাণ্ডিয়ার পারফরম্যান্স, ধারাবাহিকতা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে।''
[আরও পড়ুন: এক নিঃশ্বাসে ২৬ ক্রিকেটারের নাম! বিরাটের স্মৃতিশক্তির প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া]
টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। ভাইস ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া। এই সিদ্ধান্তের সমালোচনা করে পাঠান বলছেন, ''বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সফল হওয়ার জন্য, প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে ন্যায্য ও সমান আচরণ করা উচিত। এবার আসি হার্দিক পাণ্ডিয়ার সহ অধিনায়কত্ব প্রসঙ্গে। নেতৃত্বে ধারাবাহিকতার গুরুত্বের কারণে আমি এর পিছনের যুক্তি বুঝতে পারি। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচকরা ধারাবাহিকতা দেখাচ্ছেন, সেটা নয় বোঝা গেল। তবুও আমার মনে হয়, বুমরাহর মতো কাউকে সহ অধিনায়ক করা হলে মন্দ হতো না।''