বিচ্ছেদের জল্পনার মধ্যেই নতুন সুন্দরীর সঙ্গে হার্দিক, বিয়েটা কি পাকা? প্রশ্ন নেটদুনিয়ার
ছবি ভাইরাল হতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট হার্দিকপত্নী নাতাশার।
Tap to expand
বিবাহবিচ্ছেদ হচ্ছে হার্দিক পাণ্ডিয়ার? গত তিন মাস ধরে এই জল্পনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে।
Tap to expand
হার্দিকের সঙ্গে নিজের সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে সেই জল্পনা আরও উসকে দিয়েছেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ।
Tap to expand
তারকা ক্রিকেটারের ঘনিষ্ঠদের মতে, নাতাশা-হার্দিকের বিচ্ছেদ পাকা। দুজনের সম্পর্ক ভাঙবে বলেই তাঁদের মত।
Tap to expand
এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল বলেই মনে করছে নেটদুনিয়া। হাসিমুখে এক সুন্দরীর সঙ্গে হার্দিকের ছবি ভাইরাল হয়েছে। তার পর থেকেই গুঞ্জন, তাহলে কি এই তরুণীকেই মন দিয়েছেন তারকা ক্রিকেটার?
Tap to expand
জানা গিয়েছে, ওই তরুণীর নাম প্রাচী সোলঙ্কি। পেশায় ডিজিটাল ক্রিয়েটার। নিজেকে ক্রিকেটের ভক্ত বলেই পরিচয় দিতে ভালোবাসেন তিনি।
Tap to expand
দিনকয়েক আগে হার্দিকের বাড়িতে দেখা গিয়েছিল প্রাচীকে। হার্দিকের সঙ্গে ছবি তোলার পাশাপাশি পাণ্ডিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দেখা করেন।
Tap to expand
হার্দিকের দাদা ক্রুণাল এবং বৌদি পাঙ্খুরির সঙ্গে প্রাচী হাসিমুখে ছবি তোলেন। হার্দিকের ছেলে অগস্ত্যর সঙ্গে খেলতেও মেতে ওঠেন তিনি।
Tap to expand
হার্দিকের সঙ্গে প্রাচীর ছবি দেখে নেটিজেনদের মত, এবার হয়তো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজন। তবে এই জল্পনা ছড়াতেই নিজের ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ গান শেয়ার করেন হার্দিকপত্নী নাতাশা।
Published By: Anwesha AdhikaryPosted: 01:29 PM Jul 12, 2024Updated: 01:29 PM Jul 12, 2024
ছবি ভাইরাল হতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট হার্দিকপত্নী নাতাশার।