সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেক্স স্ক্যান্ডালে জড়িয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার ছেলে ও নাতি। এবার অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিলেন জেডিএস প্রধান এইচ ডি কুমারস্বামী। সাফ জানিয়ে দিলেন, ঠাকুরদার প্রতি নূন্যতম সম্মানটুকু থাকলে দেশে ফিরে আত্মসমর্পণ করা উচিত প্রজ্জ্বলের।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন কুমারস্বামী। সেখানেই ভাইপোকে সরাসরি বার্তা দেন জেডিএস নেতা। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে প্রজ্জ্বলকে আত্মসমর্পণ করতে অনুরোধ করেন কুমারস্বামী। তাঁর কথায়, অভিযুক্ত প্রজ্জ্বল যে দেশেই থাকুন না কেন সেখান থেকে ফিরে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করা উচিত। কারণ দেশে আইনের শাসন রয়েছে। এভাবে লুকোচুরি খেলা বেশিদিন চালিয়ে যাওয়া যাবে না। উল্লেখ্য, কংগ্রেস একাধিকবার দাবি করেছে প্রজ্জ্বলকে দেশে ফেরাতে পারেন কুমারস্বামী (HD Kumaraswamy)। কিন্তু জেডিএস নেতার দাবি, অভিযুক্ত ভাইপোর সঙ্গে তাঁর যোগাযোগ নেই।
[আরও পড়ুন: জগন্নাথদেব নিয়ে বিতর্কিত মন্তব্য! উপবাস করে প্রায়শ্চিত্তের সিদ্ধান্ত সম্বিতের]
সাংবাদিক বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করেই প্রজ্জ্বলকে দেশে ফেরার জন্য কার্যত আকুতি জানিয়েছেন কুমারস্বামী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমার বাবা চেয়েছিলেন প্রজ্জ্বল যেন রাজনীতিতে অনেক উন্নতি করে। তাই ওর যদি ঠাকুরদার প্রতি একটুও সম্মান অবশিষ্ট থাকে তাহলে ওকে দেশে ফিরতে হবে। লক্ষ লক্ষ মানুষ আমাদের দলকে ভোট দিয়েছেন। তাঁদের প্রতিও সম্মান করা উচিত। হাতজোড় করে অনুরোধ, প্রজ্জ্বল যেন দেশে ফিরে আসে।" পাশাপাশি নির্যাতিতাদের কাছে ক্ষমা চেয়েছেন কুমারস্বামী।
উল্লেখ্য, নির্বাচনের (Lok Sabha 2024) মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বলের একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল (Prajwal Revanna)। তদন্ত শুরু হতেই দেশ ছেড়েও পালিয়েছেন তিনি। এখনও তাঁর খোঁজ মেলেনি। তবে জেডিএস সাংসদের এই কাণ্ডে প্রবল অস্বস্তির মুখে পড়েছে বিজেপি (BJP)। কারণ রেভান্নার সমর্থনে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং।