shono
Advertisement
Desun Hospital

ডিসান হাসপাতালে লিডলেস পেসমেকার বসিয়ে চিকিৎসার নতুন নজির

অত্যাধুনিক প্রযুক্তিতে এক ধাপ এগিয়ে কলকাতার ডিসান।
Published By: Buddhadeb HalderPosted: 03:58 PM Dec 23, 2025Updated: 09:00 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসা জগতে সেরা সুস্বাস্থ্যের ঠিকানা মানেই কলকাতার ডিসান হসপিটাল। পূর্ব ভারতের আধুনিক চিকিৎসার অন্যতম বিশ্বস্ত এই প্রতিষ্ঠানের কপালে ইতিমধ্যেই জুটেছে আন্তর্জাতিক স্তরে সমাদৃত 'জেসিআই' স্বীকৃতি। এর মাধ্যমে রোগী নিরাপত্তা ও চিকিৎসার গুণমানে হাসপাতালটি বিশ্বমানের ছাপ রেখেছে।

Advertisement

হাসপাতালে এক মাঝবয়সী মহিলার শরীরে প্রথমবার বসানো হল 'লিডলেস' বা অদৃশ্য পেসমেকার। এই রোগী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। ডায়ালিসিসের জন্য তাঁর হাতের শিরাগুলি সচল রাখা খুব জরুরি হয়ে পড়ছিল। প্রথাগত পেসমেকারে তার ছিঁড়ে যাওয়া বা শিরার ক্ষতি হওয়ার ভয় থাকে। তাই চিকিৎসকরা এই আধুনিক পদ্ধতি প্রয়োগের সিদ্ধান্ত নেন।

ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাঃ অভীক কারক এই সফল অস্ত্রোপচারটি করেন। তাঁকে গাইড করেন ডিরেক্টর ডাঃ সঞ্জীব কুমার পাত্র এবং প্রক্টর হিসেবে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ পি.কে. হাজরা।

এই নতুন পেসমেকারটির ওজন মাত্র ২ গ্রাম। এটি বসাতে কোনও কাটাছেঁড়ার প্রয়োজন হয় না। মাত্র ৩০ মিনিটে ক্যাথিটারের মাধ্যমে এটি হার্টে বসানো সম্ভব। এর ফলে শরীরের কোথাও কোনও দাগ পড়ে না। এমনকী সংক্রমণের ঝুঁকিও নেই বললেই চলে। এই যন্ত্রটি এমআরআই-সেফ। তাছাড়া এর ব্যাটারি চলে প্রায় ১৫-১৭ বছর।

চিকিৎসকদের মতে, আগামীর হৃদরোগ চিকিৎসায় এআই এবং লিডলেস পদ্ধতি এক নতুন যুগের সূচনা করেছে। জেসিআই স্বীকৃতিপ্রাপ্ত ডিসান হাসপাতাল এখন সেই বিশ্বমানের পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দিতেই নয়া উদ্যোগ নিল।
ওয়েবসাইট: https://desunhospital.com/

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডিসান হসপিটালের কপালে ইতিমধ্যেই জুটেছে আন্তর্জাতিক স্তরে সমাদৃত 'জেসিআই' স্বীকৃতি।
  • হাসপাতালে এক মাঝবয়সী মহিলার শরীরে প্রথমবার বসানো হল 'লিডলেস' বা অদৃশ্য পেসমেকার।
  • ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাঃ অভীক কারক এই সফল অস্ত্রোপচারটি করেন।
Advertisement