shono
Advertisement
Chicken

বর্ষশেষে পাতে রোজ চিকেন, বড় বিপদে আনন্দ মাটি হবে না তো?

অত্যধিক মুরগির মাংস আমাদের শরীরের জন্য বিষ হয়ে উঠতে পারে।
Published By: Sayani SenPosted: 07:36 PM Dec 28, 2025Updated: 07:37 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষশেষের আনন্দে গা ভাসিয়েছেন প্রায় সকলে। শীতের হালকা রোদ্দুর গায়ে মেখে ইতিউতি যাওয়া আসা লেগেই রয়েছে। সন্ধ্যায় আবার ক্যাফে কিংবা রেস্তরাঁয় জমায়েত। আর তার সঙ্গে এলাহি খাওয়াদাওয়া। জমিয়ে খাওয়াদাওয়া হবে আর তালিকায় চিকেন থাকবে না, তা হয় নাকি? জানেন কি, অত্যধিক মুরগির মাংস আমাদের শরীরের জন্য বিষ হয়ে উঠতে পারে। তাই খাওয়ার আগে জেনে নিন ঠিক কী বলছেন চিকিৎসকরা।

Advertisement

পোলট্রি ফার্মে ব্রয়লার মুরগির বৃদ্ধিতে নানা ধরনের রাসায়নিক প্রয়োগ করা হয়। তাতে মুরগির বৃদ্ধি হয় দ্রুত। তবে মানবশরীরে গিয়ে রাসায়নিক নানা বিক্রিয়া হয়। ক্যানসারের সম্ভাবনা বাড়ে কয়েকগুণ। বিশেষত গ্যাস্ট্রোইনটেস্টিনাল ক্যানসারের মতো জটিল রোগ হতে পারে। তবে পুষ্টিবিদদের মতে, চিকেনের সঙ্গে ফল, শাকসবজি খেলে এই আশঙ্কা কমে খানিকটা। তবে মুরগির মাংস খাওয়ার পদ্ধতিতে কিছু বদল আনলে এই আশঙ্কা থেকে রেহাই পাওয়া সম্ভব।

মুরগির মাংস অতিরিক্ত তাপমাত্রায় রান্না করা প্রয়োজন। নইলে পেটের সমস্যার সম্ভাবনা বেড়ে যায় কয়েকগুণ। ফ্রোজেন চিকেন নাগেটস কিংবা চিকেন পপকর্ন জাতীয় প্য়াকেটজাত খাবার এখন সর্বত্র পাওয়া যায়। পরিশ্রম বাঁচাতে অনেকেই তা কেনেন। ভুল করেও রোজ প্রসেসড চিকেন খাবেন না। তাতে পেটের সমস্যা তৈরি হতে পারে। পরিবর্তে বাজার থেকে কিনে আনা মুরগির মাংস দিয়ে রকমারি খাবারদাবার তৈরি করে খান। তাতে পেটের সমস্যার আশঙ্কা একধাক্কায় কমবে খানিকটা। সুতরাং চিকিৎসকদের মতে, মুরগির মাংস খাওয়া ক্ষতিকারক নয়। প্রতিদিন তড়িঘড়ি হালকা আঁচে রান্না করা মাংস খেলে হতে পারে তাই মহাবিপদ। তাই বর্ষশেষে বড় বিপদ থেকে রেহাই পেতে আজই সাবধান হোন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ষশেষে পাতে রোজ চিকেন।
  • অত্যধিক মুরগির মাংস আমাদের শরীরের জন্য বিষ হয়ে উঠতে পারে।
  • চিকিৎসকদের মতে, মুরগির মাংস খাওয়া ক্ষতিকারক নয়। প্রতিদিন তড়িঘড়ি হালকা আঁচে রান্না করা মাংস খেলে হতে পারে তাই মহাবিপদ।
Advertisement