সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝটপট শ্যাম্পু করতে হবে। অথচ নিজে হাতে সেই কাজ করার এতটুকু ইচ্ছা করছে না। তাই অগত্যা বাড়ির কাছের সালোঁই ভরসা অনেকের। তাঁদের তালিকায় কি আপনিও আছেন? তবে আজই সতর্ক হোন। চিকিৎসকদের বক্তব্য় অনুযায়ী, ক্রমশ বাড়ছে 'বিউটি পার্লার স্ট্রোক'। তাই সালোঁয় যাওয়ার আগে এই সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা না থাকলেই বিপদ। চলুন জেনে নেওয়া যাক কীভাবে চিনবেন বিপদ আর সতর্কতাই বা কী।
সালোঁতে সাধারণত ঘাড় পিছনের দিকে ঝুঁকিয়ে শ্যাম্পু করা হয়। এভাবে কমপক্ষে কয়েক মিনিট সময় লেগেই যায়। স্বাভাবিকভাবেই মস্তিষ্কে রক্ত সঞ্চালনে বাধা তৈরি হয়। আর তার ফলে ক্রমশ বাড়ছে 'বিউটি পার্লার স্ট্রোক'। চিকিৎসদের মতে, এটিও একধরনের হৃদরোগ। যা সাধারণ ঘাড় কীভাবে রাখা হচ্ছে, তার উপরে নির্ভর করে। প্রথমবার ১৯৯০ সালে এই ধরনের ঘটনা ঘটেছিল। এখনও এটি বেশ অপরিচিত শারীরিক সমস্যাগুলির মধ্যে একটি।
'বিউটি পার্লার স্ট্রোকে'র উপসর্গ:
* হঠাৎ ক্লান্তি
* ঘাড় থেকে শিরদাঁড়ায় অস্বস্তি
* ঘাড় থেকে মাথায় যন্ত্রণা
* দেখতে সমস্যা
* কথা বলতে জড়তা
* শরীরের যেকোনও একদিকে দুর্বলতা
* সোজা হয়ে দাঁড়াতে সমস্যা
কাদের 'বিউটি পার্লার স্ট্রোক' হওয়ার সম্ভাবনা বেশি?
* ক্রনিক ঘাড় ব্যথা কিংবা ঘাড়ে বাত যাঁদের রয়েছে
* যাঁদের আগে হার্ট অ্যাটাক হয়েছে
* উচ্চ রক্তচাপ
* ডায়াবেটিস বা মধুমেহ
* ধূমপায়ী
* রক্তে প্রবাহে সমস্যা
* ঘাড়ে আঘাত এবং অপারেশন হয়েছে যাঁদের
সতর্কতা:
* খুব বেশি ঘাড় পিছনের দিকে হেলাবেন না।
* ঘাড়ের নিচে তোয়ালে রাখতে বলুন। এই পদ্ধতিতে রক্ত সঞ্চালনে কোনও সমস্যা হবে না।
* যত তাড়াতাড়ি সম্ভব শ্যাম্পু পর্ব শেষ করা।
* সমস্যা হলেই সালোঁ কর্মীকে জানান।
* ঘাড়ে ব্য়থা অনুভব করলে সাবধান হোন।
* যদি ঘাড় শক্ত হয়ে থাকে তবে মাসাজ করতে দেবেন না।
* যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।
